Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২য় সেশনে অসহায় টাইগার বোলাররা

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২১ ১৪:৪৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১২:৫২

ব্যাট করছে পাকিস্তানের উদ্বোধনী দুই ব্যাটার (ছবি: শ্যামল নন্দী)

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২য় দিনে মধ্যাহ্ন বিরতির পর ব্যাট করতে নামে পাকিস্তান দল। এর আগে বাংলাদেশ ঠিক মধ্যাহ্ন বিরতির আগে ৩৩০ রানে অলআউট হয়। দিনের ২য় সেশনে পাকিস্তানের উদ্বোধনী দুই ব্যাটার আবিদ আলী এবং আব্দুল্লাহ শফিকের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় ৭৯ রান।

১ম দিনের শুরুটা যেমনটা হয়েছিল ঠিক যেন জেরক্স কপিরই দেখা মিলল ২য় দিনের শুরুটা। তবে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত উইকেট আকড়ে ধরে রেখেছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু বাকিদের যাওয়ার আসার ভিড়ে শেষ পর্যন্ত মধ্যাহ্ন বিরতির আগেই ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

৩৩০ রানে থামল বাংলাদেশ

বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে ১ম দিন শেষ করে। আশা ছিল ২য় দিনের শুরুটাও দুর্দান্তই করবে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই মাত্র ৭৭ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের ৩৩০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার। এর মধ্যে বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন তেমন বিপদে ফেলতে পারেননি সফরকারিদের। কিন্তু ভুলটা করে ফেললেন মুমিনুল হকই। তিনটি রিভিউ থাকার পরও পাকিস্তান ইনিংসের শুরুতে রিভিউ না নিয়ে শফিককে নতুন এক জীবনই দিয়ে দিলেন তিনি।

১৩তম ওভারের ৫ম বলটি করলেন তাইজুল। বলটি একটু ভেতরে ঢুকে ছোবল দেয় আব্দুল্লাহ শফিকের প‍্যাডে। ব‍্যাট দ্রুতই নামান তিনি। তাই ব‍্যাট না প‍্যাড কোনটায় আগে লেগেছে বোঝা কঠিন ছিল। উইকেটের জন‍্য একটু ঝুঁকি নিতেই হতো। সেটা নেননি মুমিনুল। পরে রিপ্লেতে দেখা গেছে বল আগে লাগে প‍্যাডে। রিভিউ নিলে ফিরে যেতেন শফিক। সে সময় ৯ রানে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এরপর আর কোনো ভুল করেননি শফিক এবং আবিদ। এর মধ্যে ২৮তম ওভারে মেহেদী হাসানের বলে ২ রান নিয়ে অর্ধশতকের দেখা পান আবিদ আলী।

চা-বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৯ রান। আব্দুল্লাহ শফিক ব্যাট করছেন ৮৫ বলে ২৭ রানে আর আবিদ আলী অপরাজিত আছেন ৮৯ বলে ৫২ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

১ম ইনিংস

বাংলাদেশ: ৩৩০/১০; (সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪, মুমিনুল ৬, শান্ত ১৪, লিটন ১১৪, ইয়াসির ৪, মুশফিক ৯১, তাইজুল ১১, রাহী ৮, এবাদত ০ এবং মিরাজ ৩৮*); (আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান আলী ২০.৪-৫-৫১-৫, ফাহিফ-১৪-২-৫৪-২, সাজিদ-২৭-৫-৭৯-১, নুমান-২৬-৬-৬২-০)।

পাকিস্তান: ৭৯/০; (আবিদ আলী ৫২*, আব্দুল্লাহ শফিক ২৭); (রাহী-৬-০২০-০, এবাদত-৮-২-২১-০, তাইজুল ৯-৩-১৬-০, মিরাজ ৬-১-২২-০)

বাংলাদেশ এগিয়ে ২৫১ রানে।

সারাবাংলা/এসএস

২য় দিন ২য় সেশন টপ নিউজ পাকিস্তান ব্যাটিংয়ে বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর