Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশি-লিটনের ব্যাটে ২য় সেশনটা কেবলই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২১ ১৪:৫৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৫:০১

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম সেশনে ৪ টপ অর্ডারের ব্যাটারকে তুলে নেয় পাকিস্তান। এরপর উইকেটে খুঁটি গাড়েন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দ্বিতীয় সেশনে এসে এই দুই ব্যাটারের দৃঢ়তায় ভর করে দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১০২ রান। উইকেটে থাকা লিটন এবং মুশফিক উভয়ই তুলে নিয়েছেন অর্ধশতক আর সেই সঙ্গে শতরানের জুটিও গড়েছেন তারা।

প্রথম সেশনে ২৮ ওভারে ৬৯ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক–লিটন এরপর নেমে আর কোনো উইকেট পড়তে দেননি। দ্বিতীয় সেশনে ৩১ ওভারের খেলায় কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তুলেছেন দুজন। আর এতেই ৫৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান।

বিজ্ঞাপন

লিটন দাস ৬২ আর ৫৫ রানে অপরাজিত মুশফিক। পঞ্চম উইকেটে দুজনে মিলে ২৫৬ বলে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

মিরপুরে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। আর দল থেকে বাদই দেওয়া হয়েছিল লিটন দাসকে। তবে টেস্টে যে বাংলাদেশ দলের অপরিহার্য অঙ্গ এই দুই ব্যাটার, তা দেখিয়ে দিলেন শুরুতেই ৪টি উইকেট হারানোর পর।

ইনিংসের ৪৯তম ওভারে নোমানকে স্কয়ার কাটে চার মেরে অর্ধশতক তুলে নিলেন লিটন দাস। তিন সংস্করণ মিলিয়ে ১৫ ম্যাচ পর অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন। এ বছর জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১০২ রানের ইনিংসের পর এটাই লিটনের প্রথম ফিফটি। অবশ্য টেস্টে এটি তারা টানা দ্বিতীয় অর্ধশতক। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসেও করেছিলেন অর্ধশতক। এরপর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও পেয়ে গেলেন অর্ধশতক।

বিজ্ঞাপন

এরপর ৫১তম ওভারে নোমানকে কাভার ড্রাইভে চার মেরে পঞ্চম উইকেটে শতরানের জুটির দেখা পাইয়ে দিলেন লিটন।

টেস্ট আঙিনায় ফিরেই অর্ধশতক তুলে নিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৫৩তম ওভারে হাসান আলীকে টানা দুই চার মেরে পূর্ণ করেন অর্ধশতক।

শেষ পর্যন্ত চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৭১। উইকেটে আছেন লিটন দাস (৬২) এবং মুশফিকুর রহিম (৫৫)।

 ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

সারাবাংলা/এসএস

১ম টেস্ট ২য় সেশন চট্টগ্রাম টেস্ট টপ নিউজ বাংলাদেশ বনাম পাকিস্তান লিটন-মুশফিকুর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর