‘মানুষ কথা বলবেই, তাই নিজের কান বন্ধ রাখতে হবে’
২৫ নভেম্বর ২০২১ ১৭:০৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৭:২৯
কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। বড় প্রত্যাশা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে হতাশার পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তারপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও প্রত্যাশা মেটাতে পারেননি ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই বিভিন্ন ভাবে বিভিন্ন কথা উঠছে। বিশ্বকাপ চলাকালে সমালোচনার জবাব দিয়ে আরও সমালোচনা বাড়িয়েছিলেন সিনিয়র ক্রিকেটাররা। সেসব দেখেই কিনা মুমিনুল হক বললেন, মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করার চেয়ে নিজের কান বন্ধ রাখাই শ্রেয়!
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা, প্রত্যাশার সঙ্গে সম্প্রতি আলোচিত-সমালোচিত বিষয়গুলো নিয়েও কথা বলতে হলো মুমিনুলকে।
বিশ্বকাপ চলাকালে গণমাধ্যমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের কিছু মন্তব্য বিতর্ক ছড়িয়েছিল। পরে দল বাজে পারফরম্যান্স করলে সেসব হয়ে দাঁড়ায় অনেকের সমালোচনার মূলমন্ত্র। মুমিনুল আজ বললেন, ‘শেষ পর্যন্ত এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজের কাজেই মনোযোগ দিতে হবে। কারণ, বাইরে লোকে কথা বলবেই। আপনি তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় যে নিজের কান বন্ধ রাখতে হবে। এটাই আমি বিশ্বাস করি। সবাইকে সেটাই বলেছি। সবাই সেই ভাবেই কাজ করছে।’
বাইরের কথা কানে নিলে সেটা খেলোয়াড়দের জন্যই খারাপ বলেছেন মুমিনুল, ‘এ সময়ে মানসিকভাবে অনেকে দুর্বল হয়ে যায়। দুর্বল হই এই কারণে যে আমরা বাইরের কথাগুলো অনেক বেশি নিই। আমি চেষ্টা করছি, বাইরের কথায় কান না দিয়ে সবাই যেন নিজের কাজে মনোযোগ দিই, সেটা করার।’
সেমিফাইনালের প্রত্যাশা শুনিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হেরে সুপার টুয়েলভে খেলা নিয়েই শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। পরে সুপার টুয়েলভে উঠলেও জিততে পারেনি এক ম্যাচও। বিশ্বকাপে মোট আট ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদের জয় মাত্র দুটিতে। সেটাই ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে।
বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে তিনটিতেই হারল বাংলাদেশ। মুমিনুলের প্রত্যাশা এমন বাজে সময় নিশ্চয় কাটিয়ে উঠবে বাংলাদেশ, ‘দেখুন এমন কিন্তু নতুন নয়। বাংলাদেশ দল এমন অবস্থার মধ্য দিয়ে আগেও গেছে এবং সেখান থেকে বেরিয়েও এসেছে। এবারও আমরা সেই চেষ্টাই করছি।’