Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের হাতে সেলাই, খেলা হচ্ছে না প্রথম টেস্ট


২২ নভেম্বর ২০২১ ২১:৩৯

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই সম্প্রতি সময়ে দুর্দান্ত বোলিং করতে থাকা পেসার তাসকিন আহমেদ। ডান হাতের ইনজুরিতে পড়েছেন তাসকিন।

সোমবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচে ইনজুরিতে পরেন তাসকিন। তার কয়েক ঘণ্টা পর টেস্ট দল ঘোষণা করা হলে দেখা যায় তাসকিনের নাম সেখানে নেই। পরে জানা যায়, ইনজুরিতে পড়া তাসকিনের হাতে সেলাই পড়েছে। সেলাই কাটা হবে এক সপ্তাহ পর।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনকে এভার কেয়ারে নেওয়া হয়েছিল। সেলাই তো লেগেছেই, সেলাই করেছে। আবার এক সপ্তাহ পরে যেতে বলেছে। তখন সেলাই খুলবে। তারপর বোঝা যাবে কি অবস্থা। সে পর্যন্ত ঢাকাতেই থাকবে।’

তাসকিনের ইনজুরির ঘটনাটি আজ পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে। তাসকিনের করা ওভারের প্রথম বলে স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তাসকিন বল ধরার চেষ্টা করেন। বল লেগে যায় ডান হাতের ওপরের অংশে। চোট পাওয়া তাসকিন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর সঙ্গে মাঠ ছেড়ে যান।

শুশ্রুষা শেষে পরে মাঠে ফিরে অবশ্য বোলিংও করেছেন তাসকিন। ম্যাচ শেষে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে আহত স্থানে সেলাই করান চিকিৎসকরা।

বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ২৬ নভেম্বর থেকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচটি।

টপ নিউজ তাসকিন আহমেদ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর