শেষ ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২২ নভেম্বর ২০২১ ১৩:৩৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৩:৪৮
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শের-ই-বাংলায় সোমবার (২২ নভেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতে টস জেতেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর টস জিতেই পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক রিয়াদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টাইগার একাদশে তিন পরিবর্তন
সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ দল। প্রথমটিতে ৪ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার ৮ উইকেটের।
তিন ম্যাচের টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট গড়াবে মাঠে। ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম হোসেন পাটওয়ারি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহেদি হাসান, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং আমিনুল ইসলাম বিপ্লব।
সারাবাংলা/এসএস
টপ নিউজ টস টি-টোয়েন্টি সিরিজ তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম পাকিস্তান