Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে নয়, খেলা যেন হচ্ছে পাকিস্তানে!


২১ নভেম্বর ২০২১ ১৬:২৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৮:০২

দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক হওয়াতে দেড় বছরেরও বেশি সময় পর ক্রিকেট মাঠে দর্শক প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দর্শকদের কেউ কেউ মাঠে ঢুকে নিজ দেশের বদলে উজ্জিবিত করছেন কিনা সফরকারী ক্রিকেটারদের! নিজ দেশকে বাদ দিয়ে সফরকারী দলকে সমর্থন দেওয়ার এমন ঘটনা পুরো বিশ্বেই বিরল।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচেই গ্যালারীতে দেখা গেছে অস্বস্তিকর কাণ্ড। গ্যালারীতে অনেক পাকিস্তানি নাগরিকও ছিলেন। কিন্তু বহু বাংলাদেশি নাগরিককেও দেখা গেছে পাকিস্তানকে সমর্থন দিতে।

বিজ্ঞাপন

অনেক বাংলাদেশিকে দেখা গেছে পাকিস্তানের জার্সি পড়ে মাঠে উদযাপন করতে। পাকিস্তানের পতাকা উড়িয়েছেন অনেকে। ম্যাচের আগেও বাংলাদেশের টিম বাস মাঠে ঢোকার সময় ‍দুয়ো দিয়েছেন অনেকে। কিন্তু পাকিস্তানের টিম বাস মাঠে ঢোকার সময় হর্ষধ্বনিতে স্বাগত জানিয়েছেন বহুজন।

বিষয়টিতে অবাক পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার ফখর জামানও। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর পাকিস্তানি ক্রিকেটারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছিলেন, মনে হচ্ছে যেন পাকিস্তানে খেলা হচ্ছে! ফখর বলেন, ‘আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না (এত সমর্থন)। কারণ, ২০১৮ সালেও আমি এখানে এসেছিলাম, এত দর্শককে দেখিনি পাকিস্তানকে সমর্থন করতে। যত লোক আসছে, আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না… মনে হচ্ছে, পাকিস্তানেই খেলা হচ্ছে।’

শনিবার (২০ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৫৭ রান করে ম্যাচ সেরা হওয়া ফখর বলেন, ‘আমরাও যদি কোনো উইকেট নেই, কোনো ভালো শট খেলি, আমাদেরও তেমনই সমর্থন মিলছে, যতটা সমর্থন বাংলাদেশের ক্রিকেটারদের মিলছে। এমনকি বাংলাদেশের দর্শকও আমাদের সমর্থন করছে। দারুণ খুশির ব্যাপারও এটি।’

বিজ্ঞাপন

এদিকে, নিজ দেশকে বাদ দিয়ে সফরকারী দেশকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে প্রক্যাশ্যে সমালোচনা করেছেন বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই, দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’

গ্যালারীতে দর্শক টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মিরপুর স্টেডিয়াম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর