আক্ষেপ ঝরল ইনিংস বড় করতে না পারা শান্তর কণ্ঠে
২০ নভেম্বর ২০২১ ২২:২৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১২:১৭
বিশ্বকাপ ভরাডুবির পর পালাবাদলের ঢেউ চলছে বাংলাদেশ ক্রিকেটে। এই পালাবদলের নতুন অধ্যায়ের অভিযাত্রীদের মধ্যে নাজমুল হোসেন শান্ত একজন। গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাফল্য পাননি শান্ত। তবে আজ খেলেছেন ৪০ রানের দারুণ একটা ইনিংস। দুই ম্যাচের মধ্যে এটাই বাংলাদেশ পক্ষে সর্বোচ্চ স্কোর। তবু আক্ষেপ ঝড়ছে শান্তর কণ্ঠে। ইনিংস বড় করতে না পারায় হতাশ তরুণ ক্রিকেটার।
গত কয়েক মাসের ধারাবাহিকতায় আজও ব্যাটিংয়ের শুরুতে ভুগেছে বাংলাদেশ। দলের খাতায় ৫ রান যোগ হতেই ফিরে যান দুই ওপেনার নাইম শেখ ও সাইফ হাসান। এরপর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে শান্তর প্রতিরোধ। এই দুজন ক্রিজে সেট হয়ে গেলে মনে হচ্ছিল, আজ হয়তো বড় সংগ্রহ পেতে যাচ্ছে বাংলাদেশ।
তবে দলের ধস ঠেকাতে পারলেও ইনিংস বড় করতে ব্যর্থ দুজনই। ম্যাচ শেষে সেই আক্ষেপই ঝড়ল শান্তর কণ্ঠে। তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমার ইনিংসটা আর একটু বড় হলে দল হয়তো ভালো পজিশনে যেতে পারত। ৪০ রান খুব বড় রান নয়। আমি যদি ৪০ রানটা ৭০ রানে পরিনত করতে পারতাম তাহলে দল হয়তো দেড়শ বা একশ ষাট মতো স্কোর পেতো। সেক্ষেত্রে ম্যাচের গল্পটা ভিন্নরকমও হতে পারত।’
শাদাব খানের দুর্দান্ত এক ক্যাচে ফেরার আগে ৩৪ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান করেন শান্ত। আফিফ ২০ রান করে ফেরেন তার আগেই। শেষ পর্যন্ত ১০৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ছোট লক্ষ্যের জবাব দিতে নেমে শুরুতে ভুগলেও পরে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিল সফরকারীরা। সিরিজের বাকি ম্যাচটা মাঠে গড়াবে আগামী সোমবার (২২ নভেম্বর)।