Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হেরে পুরনো কথা নতুন করে বললেন মাহমুদউল্লাহ


২০ নভেম্বর ২০২১ ২০:২৬

আরেকটা ম্যাচ খেলতে নেমে আরেকবার হারল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলকে ঢেলে সাজানো হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু যেটাকে বলেছেন ‌’নতুন পথচলা’। কিন্তু নতুন পথচলাতেও বাংলাদেশ সেই পুরনো রূপেই। গতকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হারলেও দুর্দান্ত প্রতিরোধ গড়েছিল স্বাগতিকরা। কিন্তু আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে কোনো অযুহাত তোলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ আজও শুরুতে বিপদে পড়েছিল। বিশ্বকাপে এবং বিশ্বকাপের আগেও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে ভুগেছে বাংলাদেশ। সেটা অব্যাহত ‘নতুন’ বাংলাদেশেরও।

আজ দলীয় খাতায় ৫ রান যোগ হতেই ফিরে যান দু্ই ওপেনার সাইফ হাসান ও নাইম শেখ। তারপর অবশ্য নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুবর দারুণ একটা জুটি হয়েছিল। কিন্তু এই দুজন বাদে বাকিদের কেউই দাঁড়াতে পারলেন না বলে ১০৮ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। পরে ৮ উইকেটে ম্যাচ হেরেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত (নাজমুল হোসেন) ভালো ব্যাট করেছে। আমি আর শান্ত চেষ্টা করেছিলাম একটা জুটি গড়তে। কিন্তু শেষ কয়েক ওভার কাজে লাগাতে পারিনি। আমাদের আরও উন্নতি করতে হবে।’

মাত্র ১০৮ রানের পুঁজি নিয়েও আজ শুরুর দিকে পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। প্রথম ম্যাচে ১২৭ রানের পুঁজি নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল বোলিং ইউনিট। মাহমুদউল্লাহ হারের বেদনার মধ্যে বোলারদের প্রসংশা করতে ভুললেন না।

তিনি বলেন, ‘গত পাঁচ-ছয় মাসে আমাদের বোলিং আক্রমণ অসাধারণ খেলছে। পেস ও স্পিন দুই বিভাগই ভালো করছে। এখন ব্যাটিং বিভাগকে নিজেদের কাজটা করতে হবে।’

উল্লেখ্য, টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হেরে বসেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচটা মাঠে গড়াবে আগামী সোমবার (২২ নভেম্বর)।

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর