Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মাঠে ঢুকে পড়ল দর্শক


২০ নভেম্বর ২০২১ ১৭:২৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৯:২৮

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে অনাকাঙ্খিত এক কারণে হঠাৎ-ই থেমে গেল খেলা। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক হওয়াতে ৬১৮ দিন পর গ্যালারীতে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারীতে ধারনক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারছেন। এদিকে, দর্শকরা গ্যালারীতে ঢোকার অনুমতি পাওয়ার দ্বিতীয় দিনেই ঘটল বিপত্তি।

বিজ্ঞাপন

ঘটনা পাকিস্তান ইনিংসের ১৩তম ওভার শেষে। বাংলাদেশের বিপক্ষে আরেকটা জয়ে ধীরে ধীরে সিরিজ জয় নিশ্চিত করার দিকে এগুচ্ছিল পাকিস্তান। ব্যাটিং করছিলেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। তাসকিন আহমেদ সবে ১৩তম ওভার শেষ করেছেন। এমন সময় উত্তর গ্যালারীতে শোরগোল।

দেখা গেল দর্শক সাড়ি থেকে একজন দৌড়ে কাটাতারের বেড়ার দিকে এগুচ্ছেন। প্রায় ১০ ফুট উচ্চতার কাটাতারের বেড়ায় দ্রুত উঠে পড়েন তিনি। নিচের দিকে তাকে ধরতে অপেক্ষা করছিলেন অন্তত পাঁচজন নিরাপত্তারক্ষী। কিন্তু সেই দর্শক প্রায় ১০ ফুট উচ্চতার কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে নিরাপত্তাকর্মীদের ফাঁক গলে সোজা ঢুকে যান মাঠে। দৌড় শুরু করলে প্রায় দশজন মিলে থামানোর চেষ্টা করেছেন ওই দর্শককে। কিন্তু থামানো যায়নি।

সরাসরি ক্রিজের কাছে গিয়ে মোস্তাফিজুর রহমানের সামনে হাঁটু গেড়ে সিজদার ঢংয়ে বসে পড়েন তিনি। নিরাপত্তাকর্মীরা সেখান থেকে তাকে মাঠের বাইরে নিয়ে যায়। এ সময় উল্লাস প্রকাশ করতে দেখা যায় সেই দর্শককে।

করোনা ভাইরাসের কারণে খেলোয়াড়র বায়ো-বাবালের মধ্যে আছেন। এমন সময় একজন দর্শকের খেলোয়াড়দের কাছাকাছি পৌঁছা নিয়ে নিশ্চয় প্রশ্ন উঠবে।

বিজ্ঞাপন

মিরপুর স্টেডিয়ামের মাঠে এর আগেও দর্শক প্রবেশের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থ এড়িয়ে মাশরাফি বিন মুর্তজার এক ভক্ত ঢুকে পড়েছিলেন মাঠে। সেই বিয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক।

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মিরপুর স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর