সোহানকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে শাস্তির মুখে হাসান আলী
২০ নভেম্বর ২০২১ ১৪:২২ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৫:৫১
মাঠে আচরনবিধি লঙ্খনের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে আউট করার পর ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন করেছিলেন হাসান।
ঘটনা গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ১৭তম ওভারে। দারুণ এক ডেলিভারিতে সোহানকে উইকেটরক্ষকের ক্যাচ বানান হাসান। তারপর বাংলাদেশি তরুণকে মাঠ থেকে বেড়িয়ে যাওয়ার ইঙ্গিত করেন পাকিস্তানি পেসার। বিষয়টিকে লেভেল-১ অপরাধ মনে করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
শনিবার (২০ নভেম্বর) আইসিসির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার জন্য অফিসিয়ালি তিরস্কার হয়েছে হাসানকে। পাশাপাশি নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার। হাসান অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, গতকাল প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন হাসান।