মুশফিককে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বিসিবি
১৯ নভেম্বর ২০২১ ১৮:৫৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:২৮
পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকা প্রসঙ্গে সংবাদমাধ্যমে মন্তব্য করায় মুশফিকুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল সামনে টানা চারটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টের জন্য সতেজ রাখতে পাকিস্তান সিরিজ থেকে মুশফিককে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। কিন্তু সংবাদমাধ্যমে মুশফিক জানিয়েছিলেন, বিশ্রাম নয় বাদ দেওয়া হয়েছে তাকে।
শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। বিশ্বকাপে প্রত্যাশামতো পারফরর্ম করতে পারেননি মুশফিকুর রহিম। তার আগে নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাসেনি তার। এরপর পাকিস্তান সিরিজের দলে তার নাম না থাকা নিয়ে নানান কথা উড়ছিল।
পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, সামনে টানা চারটি (পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে) টেস্ট খেলবে বাংলাদেশ। ফলে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে।
কিন্তু একদিন পর মুশফিক জানান অন্য কথা। তিনি জানান, নির্বাচকরা জানতে চেয়েছিলেন তিনি পাকিস্তান সিরিজের জন্য ফিট কিনা। মুশফিক জানিয়েছিলেন ফিট। তারপর হঠাৎ-ই জানতে পারেন পাকিস্তান সিরিজের দলে নাম নেই তার। সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বোঝাপড়ার গ্যাপের কথাও জানিয়েছিলেন মুশি।
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের নাম উল্লেখ করে মুশফিক দাবি করেন, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ‘এসব’ নিয়মিতই হচ্ছে।
মুশফিকের এমন মন্তব্য আচরণবিধি লঙ্ঘনই মনে করছে বিসিবি। যার ফলে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তাকে। কেন এমন মন্তব্য করছেন, নোটিশের জবাবে ব্যাখ্যা করতে হবে মুশফিককে।