৬১৮ দিন পর শের-ই-বাংলায় দর্শকদের গর্জন
১৯ নভেম্বর ২০২১ ১৭:২৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৪৮
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ উত্তাল সমুদ্রের গর্জন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামা বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। বড় সংগ্রহ অবশ্য গড়তে ব্যর্থ বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১২৭ রানেই থেমে গেছে স্বাগতিকদের ইনিংস। তবে এর মধ্যেই বাংলাদেশি ক্রিকেটাররা যখনই চার-ছয় হাঁকিয়েছেন মিরপুর স্টেডিয়ামকে তখন মনে হচ্ছিল উত্তাল সাগর। বাংলাদেশি ব্যাটারদের সিঙ্গেল বা ডাবলস নেওয়ার সময়ও দর্শকদের গর্জনে মুখরিত ছিল স্টেডিয়াম। মিরপুরে দর্শকদের এমন গর্জন ফিরল ঠিক ৬১৮ দিন পর।
মহামারী করোনাভাইরাস বিশ্বকে থমকে দিয়েছিল। ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘদিন। করোনাকে পাশ কাটিয়ে অনেক আগেই অবশ্য ক্রিকেট মাঠে ফিরেছে তবে দর্শকদের ঢুকতে দেওয়া হয়নি মাঠে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের বর্তমান করোনা পরিস্থিতি এখন বেশ সন্তোষজনক। ফলে আবারও গ্যালারীতে দর্শকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারীতে ধারনক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ সেই সিদ্ধান্তের ফলে দর্শকরা যখন মাঠে ঢুকতে পারলেন তা আগে কেটে গেছে ৬১৮ দিন।
এর আগে দেশের ক্রিকেট মাঠে দর্শকরা খেলা দেখতে পেরেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ে সিরিজে। তার পরপরই বিশ্বকে স্তব্ধ করে দেয় করোনাভাইরাস। করোনার পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ কিন্তু একটিতেও মাঠে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এবারের পাকিস্তান সিরিজে দর্শকদের জন্য গ্যালারী খুলে দিয়েছে বিসিবি।
বিসিবির এমন সিদ্ধান্তে বেজাই খুশি খেলাপাগল দর্শকরা। গতকাল টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেখানে দেখা গেছে, কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়। আজ মাঠে প্রবেশদ্বারগুলোতেও দেখা গেল দর্শকদের বাড়তি আগ্রহ।
সাজ্জাদ হোসেন নামের একজন সারাবাংলাকে বলছিলেন, ‘দীর্ঘদিন পর দর্শকদের গ্যালারীতে ঢুকতে দেওয়া হচ্ছে বলে বিসিবিকে ধন্যবাদ। করোনার কারণে এতোদিন বন্ধ ছিল। আমি গতকাল চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। তবুও আজ খেলা দেখতে ঢুকতে পারছি বলে খুবই ভালো লাগছে।’
আজ মাঠে অনেক পাকিস্তানি দর্শকদেরও দেখা গেছে। পড়াশোনা, চাকুরী বা বিভিন্ন কারণে বাংলাদেশি অবস্থান করা পাকিস্তানি নাগরিকরা নিজ দেশের খেলা দেখতে এসেছেন মিরপুর স্টেডিয়ামে। নাবিলা খুশদিল নামের এক সমর্থক বলছিলেন, ‘আশা করছি দারুণ একটা ম্যাচ দেখতে যাচ্ছি। খেলায় হার জিত আছে। তবে দীর্ঘদিন পর দর্শক মাঠে ঢুকতে পারছে বলে আমি মনে করি আজ ক্রিকেটের জয় হবে।’