প্রধানমন্ত্রীর বক্তব্য প্রেরণা জোগাবে: মাহমুদউল্লাহ
১৮ নভেম্বর ২০২১ ১৬:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৮:৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর চারদিক থেকে সমালোচনার তীর ছুটে আসছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং তার দলের দিকে। ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের হতাশ না হওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে সকলকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে অনুপ্রেরণা পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এমন সমর্থন বাংলাদেশকে অনুপ্রেরণা জুগাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি ক্রিকেটভক্তদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছেন, এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বরং ক্রিকেটারদের আরও বেশি অনুশীলন করা ও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সবার প্রতি আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরতে। একইসঙ্গে তিনি প্রশ্নকর্তা সাংবাদিককেও পাল্টা প্রশ্ন করেছেন— তিনি নিজে কখনো ক্রিকেট খেলেছেন কি না।
ক্রিকেট নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী— কখনো ব্যাটবল ধরেছেন?
গত বুধবার (১৭ নভেম্বর) সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কয়েকজন গণভবন প্রান্তে এবং বাকিরা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেট দল নিয়ে নানা সমালোচনা হয়েছে। দলের মধ্যেকার সমন্বয়সহ ক্রিকেট বোর্ড বিসিবি’র ভূমিকা নিয়েও অনেক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ক্রিকেটের একনিষ্ঠ দর্শক। সংবাদ সম্মেলনে তাই এক জন সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ক্রিকেট দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য করবেন কি না।
এমন প্রশ্নের জবাবেই প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বসেন— আপনারা এত হতাশ হন কেন? তিনি বলেন, কয়েকটি খেলা তো চমৎকার খেলেছে। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলেছে, কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটিই তো বড় কথা। দল যেটুকু পেরেছে, সেটিই বড় কথা।
প্রধানমন্ত্রীর এমন সমর্থনে তাকে ধন্যবাদ জানাতে ভুলেননি টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানেই তাকে সাংবাদিকদের প্রশ্ন প্রধানমন্ত্রীর এমন বক্তব্য টাইগার ক্রিকেটারদের অনুপ্রেরণা জুগাচ্ছে কিনা?
এমন প্রশ্নের জবাবে টাইগার দলপতি বলেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা দেখেছি এবং শুনেছি। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার এই কথাটা আমাদের আরও অনেক প্রেরণা জোগাবে। সত্যি কথা বলতে কি এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা কথা। আর উনি আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দেন, সমর্থন করেন এবং যেভাবে আগলে রাখেন সেটা অবিশ্বাস্য। আমরা এতটুকু মেক সিওর করব যে আমরা আমাদের শতভাগেরও বেশি দিয়ে এই সিরিজটা খেলবো।’
১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি। ইতোমধ্যেই শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান।
সারাবাংলা/এসএস
প্রধানমন্ত্রী বাংলাদেশ বনাম পাকিস্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদউল্লাহ রিয়াদ