১ম টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল ঘোষণা
১৮ নভেম্বর ২০২১ ১৩:১৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৪:৪৪
শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সফরকারীরা।
মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী ব্যাটিং ইউনিট নিয়েই বাংলাদেশকে মোকাবেলা করবে পাকিস্তান। কিছুদিন আগে অসুস্থ থাকা মোহাম্মদ রিজওয়ানও সুস্থ হয়েছেন। পাকিস্তানের এই উইকেটরক্ষকও ম্যাচটি খেলছেন।
পাকিস্তানের ১২ সদস্যের দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
সারাবাংলা/এসএস
১২ সদস্যের দল ঘোষণা ১ম টি-টোয়েন্টি টপ নিউজ বাংলাদেশ বনাম পাকিস্তান