বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে যেভাবে
১৭ নভেম্বর ২০২১ ১৮:১৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ২১:১০
মহামারি করোনাভাইরাসকে পাশ কাটিয়ে দেশের মাঠে ক্রিকেট ফিরেছে আগেই। তবে গ্যালারিতে ফিরতে পারেননি দর্শকরা। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় এবারে দর্শকদেরও মাঠে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত— এক দিন পরই শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেই গ্যালারিতে থাকবেন দর্শকরা। তবে ফুটনোট হিসেবে একটি শর্তও থাকছে— করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই কেবল গ্যালারিতে হাজির হওয়ার সুযোগ পাবেন।
আগে থেকেই অনানুষ্ঠানিক ঘোষণা থাকলেও বুধবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি মাঠে দর্শকদের উপস্থিতির এই তথ্য নিশ্চিত করেছে। সেক্ষেত্রে গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শককে প্রবেশের সুযোগ দেওয়া হবে। বিবৃতিতে টিকিটের দামও বিসিবি জানিয়ে দিয়েছে। ম্যাচের আগের দিন ইনডোর স্টেডিয়াম ও ম্যাচের দিন ভেন্যুতেই মিলবে টিকিট।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আগের মতোই পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে এবার। এর মধ্যে গ্র্যান্ড স্যানডে ক্যাটাগারির একেকটি টিকিটের দাম পড়বে ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে একেকজনকে গুনতে হবে ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের একেকটি টিকিট ৩০০ টাকা, সাউদার্ন/নর্দান স্ট্যান্ডে ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের একেকটি পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ টাকায়।
বিসিবি জানিয়েছে, ম্যাচের আগের দিন তথা আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ৬টার পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। আরও টিকিট বাকি থাকলে সেটি ম্যাচের দিন স্টেডিয়ামেই পাওয়া যাবে।
বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন সারাবাংলা ডটনটকে বলেন, ইনডোর স্টেডিয়ামে ম্যাচের আগের দিন (বৃহস্পতিবার) টিকিট বিক্রি হবে। গ্যালারির ধারণক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করা হবে। তবে ম্যাচের আগের দিন বিক্রি শেষে টিকিট অবশিষ্ট থাকলে ম্যাচের দিন শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের বুথ থেকেই টিকিট কিনতে পারবেন দর্শকরা।
সুজন আরও বলেন, যেহেতু বাংলাদেশে ১৮ বছরের নিচে কাউকে সেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, তাই তাদের মাঠে আসায় বিষয়ে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৯ নভেম্বর। তিন ম্যাচের সিরিজটির বাকি দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। দুই টেস্টের মধ্যে প্রথমটি হবে চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।
সারাবাংলা/এসএইচএস/টিআর