চিলিকে হারাল ইকুয়েডর, আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত
১৭ নভেম্বর ২০২১ ১১:০০
ব্রাজিলকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল আর্জেন্টিনার। গোলশূন্য ড্র করে সেই সুযোগ হাতছাড়া করেন মেসি-ডি মারিয়ারা। তবে তাদের সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘদিন হয়নি। ঘণ্টাখানেক পরের ম্যাচে ইকুয়েডরের কাছে চিলির পরাজয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
বাংলাদেশ সময় বুধবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় সান হুয়ানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চিলি। এতে পাঁচ ম্যাচ হাতে রেখেই লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পায় আর্জেন্টিনা।
টেবিলের শীর্ষে থেকে লাতিন আমেরিকা থেকে প্রথম বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের সংগ্রহ ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট। ১১টি জয় ও দুটি ড্র নিয়ে এই পয়েন্ট সংগ্রহ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচ থেকে ৮ জয় ও ৫ ড্র’তে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।
তিন নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। তারা খেলেছে ১৪টি ম্যাচ। সমান ম্যাচে ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিলি।
বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম অনুযায়ী, লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
সারাবাংলা/এএম
আর্জেন্টিনা ইকুয়েডর কাতার বিশ্বকাপ চিলি টপ নিউজ ডি মারিয়া লাতিন আমেরিকা লিওনেল মেসি