Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকবর-ইয়াছির-শহিদুলদের দলে ডাকার বিষয়ে যা বললেন প্রধান নির্বাচক


১৬ নভেম্বর ২০২১ ২১:৫০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১০:১৬

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে পরিবর্তনের ছড়াছড়ি। ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন। দলে রাখা হয়নি মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেনদেরও। তাদের বদলে তরুণ ইয়াছির আলী রাব্বি, শহিদুল ইসলাম, আকবর আলী, সাইফ হাসানের মতো তরুণদের দলে ডেকেছেন নির্বাচকরা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপেও পুরোপুরি ব্যর্থ সৌম্য সরকার ও লিটন দাস কয়েক বছর ধরেই অধারাবাহিক। অভিজ্ঞ মুশফিকুর রহিম বিশ্বকাপে সফল হতে পারেননি, রান পাননি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজেও। এদিকে, আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের না টেনে তরুণদের সুযোগ দিয়ে পারফরমার খুঁজে বের করার পথে এগুনোর চেষ্টা করছেন নির্বাচকরা।

বিজ্ঞাপন

মূলত এই কারণেই তরুণ সাইফ হাসান, আকবর আলী, ইয়াছির আলী রাব্বিদের দলে ডাকা হয়েছে বুঝাতে চাইলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিনহাজুল আবেদিন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্বকাপ আমাদের জন্য হতাশার কেটেছে। নতুন করে পথ চলতে হলে কিছু খেলোয়াড়কে দেখতে হবে আমাদের। আমরা আশা করি, যাদেরকে নেওয়া হয়েছে তারা ভালো পারফর্ম করবে। এবং আমরা মনে করি, যাদের দলে ডাকা হয়েছে তারা প্রতিজনই জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেখুন, আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হচ্ছে। কারণ পরের বছর আরেকটা বিশ্বকাপ আছে। এবং সময় খুবই কম। আসন্ন বিপিএলের পরই হয়তো ওই প্রস্তুতিটা শুরু হবে (আগামী বিশ্বকাপের)। আমরা অনেক আলোচনা করে এই পরিবর্তনগুলো করেছি। দেখা যাক, এই সিরিজটা যদি আমরা ভালো মতো শুরু করতে পারি তাহলে আগামীর পথচলাটা আমাদের জন্য সহজ হবে।’

বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী এই প্রথম দলে ডাক পেলেন। পেসার শহীদুল ইসলামও প্রথমবার ডাক পেলেন। আকবর প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের মূল কিপার কিন্তু নুরুল হোসেন সোহান। তার ইনজুরি সমস্যা হতে পারে এমন চিন্তাতেই আকবরকে দলে ডাকা। টিম ম্যানেজমেন্ট চাইলে তাকে খেলাতে পারবে। তাছাড়া দলের সঙ্গে থেকে অভিজ্ঞও হবে।’

ইয়াছির আলী রাব্বির এখনো আন্তর্জাতিক অভিষেক না হলেও অনেকবার স্কোয়াডে ডাকা হয়েছিল তাকে। প্রধান নির্বাচকের প্রত্যাশা এবার খেলার সুযোগ পাবেন রাব্বি, ‘টিম ম্যানেজমেন্টের যথেষ্ট বিশ্বাস আছে ওর ওপর। আমরা যখনই আলোচনা করি সবাই ওর সম্পর্কে ভালো কিছুই বলে। সে হিসেবে আমি আশা করি ও এবার খেলার সুযোগ পাবে এবং তাকেও কাজে লাগাতে হবে।’

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুটি টেস্ট খেলবে দুই দল।

আকবর আলী ইয়াছির আলি রাব্বি বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বিসিবি মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর