Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে বাদ পড়লেন মুশফিক লিটন সৌম্যরা


১৬ নভেম্বর ২০২১ ২০:৫৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ০৯:১১

বিশ্বকাপের দুর্দশাকে সঙ্গী করে কদিন পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবেন বাংলাদেশি ক্রিকেটাররা। তার আগে চমকে দিলেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকারসহ বিশ্বকাপ দলে থাকা ছয়জন ক্রিকেটার নেই এই দলে।

বিশ্বকাপ দলে থাকা যে ছয় ক্রিকেটার পাকিস্তান সিরিজের দলে নেই তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়া সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন যে এই সিরিজে খেলতে পারবেন না সেটা আগেই জানা ছিল। বাদ পড়েছেন সৌম্য, লিটন ও রুবেল হোসেন। মুশফিকের বিষয়ে নির্বাচকদের পক্ষ থেকে বলা হয়েছে ‘বিশ্রাম দেওয়া হয়েছে।’

দলে যে পরিবর্তন আসছে সেটা অবশ্য আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। অনেকদিন দলের বাইরে থেকে ফেরা সৌম্য সরকার অধারাবাহিকতায় ভুগছিলেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে পুরো ব্যর্থ সৌম্য। ক্যারিয়ারের শুরু থেকেই অধারাবাহিকতায় ভুগতে থাকা লিটন দাস রানে নেই অনেকদিন যাবত। রুবেল হোসেন ফর্মে আছেন কিনা সম্প্রতি সেটা দেখার সুযোগও পাওয়া যায়নি। কারণ অনেকদিন ধরে খেলার সুযোগই পাননি অভিজ্ঞ পেসার। মুশফিকের বিশ্বকাপটা কেটেছে যাচ্ছেতা।

বিশ্বকাপে ৮ ইনিংস ব্যাটিং করে ২০.৫৭ গড়ে ১৪৪ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট মোটে ১১৩.৩৮। বাংলাদেশের তো বটেই বিশ্বেরও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে একজন মুশফিকের কাছে এমন পারফরম্যান্স মোটেও প্রত্যাশিত নয়। নির্বাচকরা ‘বিশ্রাম’ বললেও অনেকে মনে করছেন মুশফিককে মূলত টি-টোয়েন্টি দল থেকে ছেঁটেই ফেলা হয়েছে। আজ দল ঘোষণার পর অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ পড়ার কারণ হিসেবে বাজে ফর্মের কথাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নানু বলেন, ‘আমরা হতাশার একটি বিশ্বকাপ শেষ করলাম। এখন নতুন করে পথ চলা শুরু আমাদের। বিশ্বকাপের আগে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স ছিল হতাশার।’

তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশজনক, যেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করিনি। আমরা কিন্তু ভালো দলই পাঠিয়েছিলাম। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। সেটা নিয়েও ভাবতে হচ্ছে আমাদের।’

ঘরোয়া ক্রিকেটের পরফর্ম করে লিটন, সৌম্যর মতো বাদ পড়া ক্রিকেটারদের দলে জায়গা পাওয়ার সুযোগ আছে বলেছেন প্রধান নির্বাচক, ‘সামনে আমাদের বিপিএল আছে। ঘরোয়া ক্রিকেট আছে। কেউ নজরের বাইরে যাবে না। তবে তাদের পারফরর্ম করতে হবে।’

আঙুলে পুরনো চোটের জায়গায় চিড় ধরা পড়াতে পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তামিম ইকবালের। সাকিব আল হাসান টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না সেটা আগেই জানা গিয়েছিল। সাকিব টেস্ট সিরিজ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নে মিনহাজুল আবেদিন বলেন, ‘সাকিব টি-টোয়েন্টি সিরিজে নেই। টেস্ট সিরিজ সে খেলতে পারবে কিনা দু-একদিনের মধ্যে সেটা জানতে পারব আমরা।’

উল্লেখ্য, দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুশফিকুর রহিম সাকিব আল হাসান সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর