সুপার ক্লাসিকো খেলা হচ্ছে না নেইমারের
১৬ নভেম্বর ২০২১ ১১:৫৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১২:০২
বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় সুপার ক্লাসিকোতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এস্তাদিও স্যান হুয়ানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। এদিকে পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে ফেরার ঘোষণা এসেছে লিওনেল মেসির।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয় দুই দল। তবে সাও পাওলোয় খেলা শুরুর পাঁচ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেটি নিয়ে তদন্ত করছে ফিফা। এর মাঝেই আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ফিরতি লেগ।
এদিকে পায়ের চোটের কারণে পিএসজির হয়ে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের বিপক্ষে খেলেছেন বদলি হিসেবে আর ব্রাজিলের বিপক্ষে তাকে দেখা যাবে শুরুর একাদশেও। মেসির একাদশে ফেরার কথা নিশ্চিত করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
তিনি বলেন, ‘ওই দিন (উরুগুয়ের বিপক্ষে) শারীরিকভাবে সে ভালো অবস্থায় ছিল এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে শেষ কয়েক মিনিট খেলানোর, যাতে সে ছন্দ পেতে পারে। এটা নিশ্চিত আগামীকাল সে (শুরু থেকে) খেলবে।’
এদিকে বাঁ উরুতে ব্যথা অনুভব করছেন নেইমার। চোটের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষারও যথেষ্ট সময় না থাকায় আসছে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিশন। দলের সঙ্গে আর্জেন্টিনায়ও যাবেন না তিনি।
ইতোমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনাও কোয়ালিফাই করার দ্বারপ্রান্তে। গত শুক্রবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে সেলেসাওরা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচেই কাতারের টিকেট পেয়ে যেতে পারেন মেসিরা।
১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩৪। ব্রাজিলের সমান ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
সারাবাংলা/এসএস
টপ নিউজ নেইমার জুনিয়র বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাতিন আমেরিকা লিওনেল মেসি সুপার ক্লাসিকো