Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপের বিপক্ষে ১৮ বছর পর জিতল বাংলাদেশ


১৩ নভেম্বর ২০২১ ১৯:২০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ২০:৩১

আগের ম্যাচে শেষ সময়ে গোল হজম করে জয় হাতছাড়া করেছে বাংলাদেশ ফুটবল দল। আজ হলো উল্টোটা। ম্যাচের শেষ সময়ে গোল করে মালদ্বীপের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকায় অনুষ্ঠিত চারজাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।

অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে মোহামেদ উমাইর গোলে সমতায় ফেরে মালদ্বীপ। ৮৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে বাংলাদেশকে জয় এনে দেন তপু বর্মন। সব মিলিয়ে ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০০৩ সালে মালদ্বীপের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের সেই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জিতেছিল লাল-সবুজের দল। চলতি চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশের এটা প্রথম জয়। প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছিল জামাল ভূঁইয়ার দল। দুই ম্যাচ খেলে এক জয় এক ড্রতে বাংলাদেশের পয়েন্ট এখন ৪। যাতে ফাইনালের আশা টিকে রইলো ভালোভাবেই।

দুই পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছিলেন অন্তর্বতীকালীন কোচ মারিও লেমোস। সাদ উদ্দিন ও ইয়াসিন আরাফাতের জায়গায় মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়াকে নামান তিনি। জাতীয় দলের হয়ে প্রথম শুরুর একাদশে ম্যাচ খেলতে নেমেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়।

বাংলাদেশ এগিয়ে যায় ম্যাচের দ্বাদশ মিনিটেই। রহমতের থ্রো ইন ঠেকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ ডিফেন্ডার। বল পেয়ে যান দূরের পোস্টে ফাঁকায় দাঁড়ানো জামাল ভূঁইয়া। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। পরে সহকারীর সঙ্গে আলোচনা করে আবার গোল দেন রেফারি।

বিজ্ঞাপন

৩৩ মিনিটে সমতায় ফেরে মালদ্বীপ। আকরাম ঘানির গোলমুখে বাড়ানো পাসে পা ছুঁয়ে জাল খুঁজে নেন মোহামেদ উমাইর। দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণেই ধার ছিল না। ৫৯ মিনিটে ভালো একটা সুযোগ অবশ্য পেয়েছিলেন রাকিব। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৭৫ মিনিটে সুফিলের ক্রস হেডে জালে জড়িয়ে দেন জুয়েল রানা। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়ে যায়।

৮৭ মিনিটে সুফিল-জুয়েলের কল্যাণেই পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। সুফিলের থ্রু বল ধরে আক্রমণে উঠেন জুয়েল। পেনাল্টি বক্সে তাকে ফেলে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। যাতে পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি রেফারি। পরে তপু বর্মন স্পট কিক থেকে গোল করে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেন। এই গোলই শেষ পর্যন্ত ২-১ তে ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে।

জামাল ভূঁইয়া তপু বর্মণ বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর