Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে ১২১ রানে আটকে রাখলেন সালমা-জাহানারারা


১৩ নভেম্বর ২০২১ ১৭:২০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৭:২৩

জিম্বাবুয়েতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দাপট চলছেই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফ্রিকান দলটিকে স্রেফ উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ বোলিং করেছেন সালমা খাতুন, জাহানারা আলমরা। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানেই আটকে রাখল বাংলাদেশ।

চলতি মাসেই জিম্বাবুয়ের হারারেতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। তার আগে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষেই একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের আগে নারী ক্রিকেট দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১৯ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে।

বিজ্ঞাপন

একদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষকে মাত্র ৪৯ রানে গুটিয়ে দিয়ে আট উইকেটে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আজও দাপট অব্যাহত থাকল প্রমিলা টাইগারদের।

শনিবার (১৩ নভেম্বর) বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথমে বোলিং করতে নেমে প্রথম বলেই উইকেট পায় বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ের মেয়েরা। শুরুতেই ধাক্কা খাওয়া স্বাগতিকরা এরপর বড় সংগ্রহের দিকে এগুতে পারেননি। সালমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তারদের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ৪৬.৪ ওভারে গুটিয়ে যায় ১২১ রানে।

নিয়াশা গোয়ানজুরা সর্বোচ্চ ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা ৩০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। জাহানারা ২২ রানে ও সালমা ২১ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

জাহানারা আলম বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সালমা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর