জিম্বাবুয়েতে প্রমিলা টাইগারদের বিশাল জয়
১০ নভেম্বর ২০২১ ১৯:১৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২১ ২০:১৯
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা বাংলাদেশ নারী ক্রিকেট দলের শুরুটা হলো দুর্দান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথমে বোলিং করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ৪৮ রানেই গুটিয়ে দেয় সালমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলমরা। পরে ২ উইকেট হারিয়ে ১০.৪ ওভারেই জয়ের জন্য ৪৯ রান তুলে ফেলে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ক্রিকেট দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১৯ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে। দীর্ঘ বিরতির কারণে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারেতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে চলতি মাসেই।
বুধবার (১০ নভেম্বর) বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে বোলিংয়ে নেমে জিম্বাবুয়েকে ২৩.৩ ওভারে ৪৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এই প্রথম প্রতিপক্ষকে পঞ্চাশের কম রানে গুটিয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এতোদিন সেটিই ছিল প্রতিপক্ষকে সর্বনিম্ন রানে গুটিয়ে দেওয়ার রেকর্ড।
আজ বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও জাহানারা আলম। নাহিদা ৫.৩ ওভার বোলিং করে মাত্র ২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। সালমা ৭ ওভারে ৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। জাহানারা ৩ উইকেট নিয়েছেন ১৮ রান খরচায়।
পরে অল্প রানের জবাব দিতে নেমে বাংলাদেশ বড় জয় পেলেও ব্যাটিংয়ে পুরোপুরি তৃপ্তি মিলেনি। দুই ওপেনার মুর্শিদা খাতুন (৭) ও শারমিন আক্তার (৮) সুবিধা করতে পারেননি। তবে এরপর ফারজানা হক ও রুমানা আহমেদ অবশ্য আর আক্ষেপ বাড়াননি। ১০.৪ ওভারে বাংলাদেশের ৮ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সময় রুমানা অপরাজিত ছিলেন ১৬ রানে, ফারজানা ১১ রানে।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/