Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজ প্রসঙ্গে হৃদয়— ঘরের মাঠে আমরা ভালো দল


৯ নভেম্বর ২০২১ ১৮:৩৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ১৮:৫৮

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তার আগে দুই দলের দুই অবস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাস্তানাবুদ হয়ে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অপর দিকে পাকিস্তানিরা বিশ্বকাপে দাপট দেখিয়ে চলছে। অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল। তবে আসন্ন সিরিজে পাকিস্তান বাংলাদেশকে সহজে হারাতে পারবে না মনে করছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। সিরিজটি হবে বাংলাদেশের মাটিতে। আর বাংলাদেশ দেশের মাটিতে বরাবরই শক্ত প্রতিপক্ষ। সেই কারণেই হৃদয়ের এমন ভাবনা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজকে সামনে রেখে তরুণ সাত ক্রিকেটারকে ডেকে নিয়ে অনুশীলন করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে নতুন নিয়োগ পেতে যাওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানের চলছে সাত ক্রিকেটারের অনুশীলন। এই সাতজনের একজন হৃদয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হৃদয় বলছিলেন, ‘পাকিস্তান সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। তারপরও আমাদের কঠিন সময় যাচ্ছে। আমরা যদি সেরাটা দিয়ে খেলতে পারি ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

হৃদয়ের সঙ্গে ডাক পাওয়া বাকি ছয় ক্রিকেটার হলেন-নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানবীর ইসলাম।

যুব বিশ্বকাপ জেতা হৃদয়, ইমনরা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে চলেছেন। নাজমুল শান্ত, ইয়াসির রাব্বিরা অনেকদিন ধরেই জাতীয় দলের রাডারে আছেন। তরুণ শান্ত জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেনও। পাকিস্তান সিরিজের আগে হঠাৎ ক্যাম্পে ডাক পাওয়াটা তাদের জন্য বড় সুযোগ বলছেন ‍হৃদয়।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার জন্য বড় একটা সুযোগ। ভালো খারাপ হতেই পারে, আমরা আরও ভালোভাবে ওভারকাম করব। আমি মনে করি, যে সুযোগটা পেয়েছি, সেটা কাজে লাগাব। হতে পারে অনুশীলন, হতে পারে সবকিছুই। সিনিয়র ভাইরা আছেন, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। শিখব আশা করি ‘

পাকিস্তান সিরিজের দলে সুযোগ মিলবে কিনা সেই নিশ্চয়তা নেই। তবে এই অনুশীলন সুবিধাও কম পাওয়া নয়, বলছেন হৃদয়, ‘পাকিস্তান সিরিজে সুযোগ পাওয়া না পাওয়া আসলে আমার হাতে নাই। তবে এই যে অনুশীলন, এখান থেকে যে সুযোগগুলো আসবে, সেগুলা কাজে লাগাব। সেই সঙ্গে চেষ্টা করব, জাতীয় দলের সঙ্গে থেকে তাদের যে সুযোগ-সুবিধা, যেই পরিবেশ সেগুলো ভালোভাবে কাজে লাগানোর।’

বিজ্ঞাপন

আঙুলের চোট কাটিয়ে মাঠে অনুশীলন শুরু করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। অনুশীলনে তামিমের সঙ্গে নিয়মিতই দেখা হয়ে যাচ্ছে ‍হৃদয়দের। অভিজ্ঞ তামিমের কাছ থেকে নিয়মিতই পরামর্শ পাচ্ছেন তরুণরা।

হৃদয় বলেন, ‘তামিম ভাই আমাদের সবসময় প্রেরণা জোগান। তার কাছ থেকে ভালো ভালো কথা শুনি। কীভাবে আমরা ভালো করব, পরের ধাপগুলোতে আমাদের কিসের মুখোমুথি হতে হবে। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে এরকম কিছু যখন পাই, আসলেই সেটা প্রেরণার।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ তৌহিদ হৃদয় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর