Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরাসরি আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ


৬ নভেম্বর ২০২১ ২২:৪৮ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ২২:৫৯

হতাশার বিশ্বকাপ শেষে ছন্নছাড়া বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যেও স্বস্তির একটা খবর অবশ্য মিলল। র‍্যাংকিংয়ের হিসেব বলছে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হারে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে টাইগারদের।

কদিন আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি নির্ধারণ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বলা হয়েছে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা আটে থাকা দলগুলো সরাসরি আসন্ন বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। বাকি চার দলকে আসতে হবে বাছাই পর্ব পেরিয়ে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের দুর্দশায় ছয় থেকে র‍্যাংকিংয়ের নয়ে নেমে গিয়েছিল বাংলাদেশ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছিল আট নম্বরে। কিন্তু আজ বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষ হেরে নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আট নম্বরে উঠে গেছে বাংলাদেশ।

১৫ নভেম্বরের আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোন দলেরই খেলা নেই বলে বাংলাদেশের আট নম্বর অবস্থান নিশ্চিতই। সেই হিসেবেই সরাসরি আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ১৫ নভেম্বর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করবে আইসিসি।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই হারে ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩৩। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৩৪। ৩৩৫ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে সাত নম্বরে। আফগানরা বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচটা হেরে গেলে আট নম্বরে উঠে আসার সম্ভবনা আছে ওয়েস্ট ইন্ডিজের।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর