Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পারফরম্যান্স বিশ্লেষণ করে পাকিস্তান সিরিজের দল নির্বাচন’


৬ নভেম্বর ২০২১ ১৯:৪২ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৯:৫৯

সেমিফাইনালের স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ফিরেছে চরম হতাশ হয়ে। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতে হারা বাংলাদেশ প্রথম পর্বে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হেরেছিল। তবে হতাশা নিয়ে গুটিয়ে থাকার সুযোগ নেই। কদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে নেমে পড়তে হবে। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপের পারফরম্যান্স বিশ্লেষণ করে তবেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করতে চান তারা।

বিজ্ঞাপন

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার (৬ নভেম্বর) বিসিবি কার্যলয়ে ক্রিকেটারদের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে বৈঠক করেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাক। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা অপর নির্বাচক হাবিবুল বাশার সুমন ছিলেন না বৈঠকে। সুমনের সঙ্গে আবার বৈঠক করবেন নির্বাচকরা।

আজকের বৈঠক শেষে মিনহাজুল আবেদীন সাংবাদিকদের জানালেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খুব বাজে পারফরম্যান্স করে এসেছে, এগুলো সব বিশ্লেষণ করে আমাদের যে নির্বাচক গিয়েছে ওর (হাবিবুল বাশার) কাছেও জানতে হবে, কোচের সঙ্গেও আলোচনা করতে হবে। সব কিছু জেনে ঠিক করণীয়টা করা হবে। পুরো দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে একটা অ্যানালাইসিস হচ্ছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও আমরা আলোচনা করব।‘

প্রধান নির্বাচক বলেন, ‘আজ আমরা প্রথম বৈঠকে বসেছি। যেহেতু এই বিশ্বকাপে একটা হতাশাজনক পারফরম্যান্স হয়েছে তারপরেও আগামী কদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে। সেজন্য আমাদের সম্ভাব্য সেরা দল তৈরি করার জন্য আজই বসেছি। আগামী দু’একদিনের মধ্যে দল আমরা তৈরি করে ফেলব।’

পাকিস্তান সিরিজের আগে তরুণ সাত ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে বিসিবি। আগামীকাল রোববার থেকে খালেদ মাহমুদ সুজনের অধীনে মিরপুরে অনুশীলন করবেন সেই সাতজন। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানবীর ইসলাম।

হঠাৎ এই সাতজনকে ডেকে আনা কি বাংলাদেশ দলে বড় পরিবর্তনের আভাস? প্রধান নির্বাচক অবশ্য তেমনটা বললেন না। মিনহাজুল আবেদীন বলেন, ‘প্রাথমিক একটা স্কোয়াড করছি। প্রাথমিক স্কোয়াডে আমরা কয়েকজন খেলোয়াড়কে ডেকেছি। আগামী ৫-৭ দিনের মধ্যে মূল স্কোয়াড আমরা তৈরি করে ফেলব। ১৫ জন বা ১৬ জনের হতে পারে।’

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের পরপরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তান ক্রিকেট দলের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৯, ২০ ও ২২ নভেম্বর।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ৪ ডিসেম্বর।

চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেরতে পারবেন না সাকিব আল হাসান ও তরুণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর