পোলার্ডের প্রতিরোধে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর
৬ নভেম্বর ২০২১ ১৮:১৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৯:৫৭
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ওয়েস্ট ইন্ডিজ ছিটকে পড়েছে আগেই। সে হিসেবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ক্যারিবিয়ানদের জয়, পরাজয় খুব বেশি ভূমিকা হয়তো রাখে না। তবে অস্ট্রেলিয়া আজ জিতলে সেমিফাইনালের কাছকাকাছি পৌঁছে যাবে। এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাটিং করে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার (৬ নভেম্বর) আবুধাবির জায়েদ স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে শুরুতে অবশ্য বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩০ থেকে ৩৫ রানে যেতে তিন উইকেট হারিয়ে বসেন ক্যারিবিয়ানরা। দলীয় ৭০ রানের মাথায় এভিন লুইস (২৬ বলে ২৯ রান) ফিরলে বিপদ বাড়ে ক্যারিবিয়ানদের।
তবে তারপর অধিনায়ক কাইরন পোলার্ড দারুণভাবে দাঁড়িয়ে গেলে সেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড একপ্রান্ত আগলে রেখে এগিয়েছেন। শেষ দিকে একটা ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। যাতে ২০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
পোলার্ড ৩১ বলে ৪টি চার ১টি ছয়ে ৪৪ রান করেন। রাসেল ৭ বলে ১টি চার ২টি ছয়ে ১৮ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া শিমরন হেটমায়ার ২৮ বলে করেন ২৭ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৩৯ রান খরচায় চারটি উইকেট তুলে নেন জশ হ্যাজেলউড। একটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/