কিসের ইঙ্গিত দিলেন গেইল?
৬ নভেম্বর ২০২১ ১৭:৫২ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৮:২০
৯ বলে দুই ছক্কায় ১৫ রান করার পর প্যাট কামিন্সের বলে বোল্ড হওয়ার পর গেইলের শরীরী ভাষাতে ফুটে উঠল হতাশা। তবে মাঠ ছাড়ার সময় মুখে লেগে ছিল হাসি। মাথার হেলমেট খুলে গ্যালারির দিকে ব্যাট উঁচিয়ে ধরলেন। বাউন্ডারির ওপারে যেতেই তাকে জড়িয়ে ধরলেন সতীর্থরা। গেইল মাঠ ছাড়ার সময় ড্রেসিংরুমের ট্যানেলে পেছন থেকে জ্বলজ্বল করছিল ৪৫ নম্বরটি, যেটি গেইলের জার্সি নাম্বার। মুখে অবশ্য এখনো কিছু বলেননি ক্রিস্টোফার হেনরি গেইল। কিন্তু কিছু না বলেও অবসরের ইঙ্গিত কী দিয়ে রাখতে চাইলেন গেইল?
বয়স ৪২ পেরিয়ে গেছে। সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটার হিসেবে এবারের বিশ্বকাপ খেলছেন তিনি। ইচ্ছে করে জাতীয় দলের বাইরে ছিলেন অনেকদিন যাবত। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিত হয়েছিলেন। দুটি বিশ্বকাপ জেতা গেইল জানান, জাতীয় দলের হয়ে আরেকটা বিশ্বকাপ জিততেই ফিরে এসেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশ্বকাপটা কাটল ভয়াবহ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানের গুটিয়ে যাওয়ার লজ্জা পাওয়া ওয়েস্ট ইন্ডিজ (অস্ট্রেলিয়া ম্যাচের আগে) কেবল বাংলাদেশকেই হারাতে পেরেছে। বর্তামান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়েছে তাতে। ব্যাট হাতে গেইলও ব্যর্থ। এখন পর্যন্ত বিশ্বকাপের পাঁচ ম্যাচে তার রান যথাক্রমে- ১৩, ১২, ৪, ১ ও ১৫। সেসব কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয়তো বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন গেইল!
২০০৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল গেইলের। এখন পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলে ব্যাটিং করেছেন ৭৫ ইনিংসে। যাতে ২৭.৯২ গড়ে রান করেছেন ১৮৯৯ রান, স্ট্রাইক রেট ১৩৭.৫০। গেইল ফিফটি করেছেন ১৪টি, সেঞ্চুরি ২টি। ক্যারিয়ারে গেইল চার মেরেছেন ১৫৮টি, ছক্কা ১২৪টি।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/