স্কটল্যান্ডকে ৮৫ রানেই গুটিয়ে দিল ভারত
৫ নভেম্বর ২০২১ ২২:১৬
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিপদে পরা ভারত যেন আহত বাঘের মতো গর্জে উঠেছে। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বিরাট কোহলির দল। আজ স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপকে নাস্তানাবুদ করে ছাড়ল ভারতীয় বোলিং আক্রমণ। আগে বোলিং করে স্কটিশদের মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত।
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে প্রতি ম্যাচই জিততে হবে ভারতকে। মাথায় রাখতে হবে রানরেটের হিসেবটাও। সেই কারণেই টস জিতে আজ প্রথমে বোলিং নিলেন বিরাট কোহলি। প্রতিপক্ষকে অল্পতে আটকে নিশ্চয় উইকেটের বড় ব্যবধানে জিততে চায় ভারত। প্রথম টার্গেটটা পূরণ হয়েছে দারুণভাবে।
শুক্রবার (৫ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে গতির ঝড় তুলেছিলেন জাসপ্রিত বুমরাহ। পরে গতিতে কাঁপিয়েছেন মোহাম্মদ শামিও। স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বরুণ চক্রবর্তী ছিলেন দুর্দান্ত। সব মিলিয়ে একশ পর্যন্ত যেতে পারেনি স্কটল্যান্ড।
১৭.৪ ওভারে ৮৫ রানে গুটিয়ে গেছে দলটি। ওপেনার জর্জ মানজি ১৯ বলে ২৪ রান করেছেন, সেটিই স্কটল্যান্ডের সর্বোচ্চ স্কোর। ছয়ে নেমে মাইকেল লিঙ্ক দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা চার ওভারে ১৫ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। মোহাম্মদ শামি তিন ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। বুমরাহ ৩.৪ ওভারে ১০ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/