Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায় বলে দিলেন ব্রাভো


৫ নভেম্বর ২০২১ ১৩:২৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২১ ১৩:২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। বিশ্বকাপের সুপার টুয়েলভে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভো জানিয়েছেন, ওই ম্যাচটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের। তারপর এক বাংলাদেশ ছাড়া কোনও দলের বিপক্ষেই জিততে পারেননি ক্যারিবিয়ানরা। গতকাল শ্রীলংকার বিপক্ষে ২০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছে তাতেই।

বিজ্ঞাপন

এদিকে ব্রাভোর বয়স ৩৮ পেরিয়ে গেছে। সব মিলিয়ে বিদায় বলার এটাই সেরা সময় মনে করলেন ক্যারিবিয়ান তারকা। ব্রাভো বলেন, ‘আমার ধারণা, সময় এসে গেছে। খুব ভালো ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর খেলেছি। কিছু ভালো সময় কেটেছে, কিছু মন্দ সময়ও গেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে এই অঞ্চল ও ক্যারিবিয়ান মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

দীর্ঘ ক্যারিয়ার ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ব্রাভো। ২০১৬ এবং ২০১২ সালের ওই দুই বিশ্বকাপেই বড় অবদান ছিল ডানহাতি ক্রিকেটারের। বিদায়বেলায় অর্জনগুলো স্মরণ করলেন ব্রাভো, ‘তিনটি আইসিসির ট্রফি জিতেছি, দুটি বাঁয়ে দাঁড়ানো আমার অধিনায়কের (সঞ্চালনার দায়িত্বে থাকা ড্যারেন স্যামি) সঙ্গে। একটা জিনিস নিয়ে আমি গর্বিত। তা হলো, বিশ্বমঞ্চে আমরা শুধু নামই করিনি, এই যুগে শিরোপাও জিতেছি।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেও অবসর নিয়েছিলেন ব্রাভো। কিন্তু আরেকটা বিশ্বকাপে খেলার লক্ষ্যে ফিরে আসেন ২০১৯ সালের। বিশ্বকাপ খেললেন বটে, কিন্তু ফিরতে হলো হতাশ হয়ে। তবে এই সময়ে নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে ভাগ করে দিতে পেরেছেন বলে তৃপ্ত ব্রাভো।

বিজ্ঞাপন

বলছিলেন, ‘আমি চেয়েছি যতটা অভিজ্ঞতা ও তথ্য দেওয়া সম্ভব, তরুণদের সেটা দেওয়া। সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এদের সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের এমন ফল আশা করিনি আমরা। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এই ফল চাইনি। আমাদের তবু মন খারাপ করার কিছু নেই, এটা কঠিন একটা টুর্নামেন্ট। আমাদের মাথা উঁচু রাখা উচিত।’

তিন ফরম্যাট মিলিয়ে ৬ হাজার ৪১৩ রান ও ৩৬৩ উইকেটের মালিক ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন। তাতে ২২.২৩ গড়ে ১ হাজার ২৪৫ রান করার পাশাপাশি ৭৮ উইকেট নিয়েছেন তারকা অলরাউন্ডার।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ ডোয়াইন ব্রাভো

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর