Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ


৪ নভেম্বর ২০২১ ২০:৪৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ২০:৫১

সেমিফাইনালের স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। স্বপ্নটা এখন পরিনত হয়েছে দুঃস্বপ্নে। বিশ্বকাপে আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে মাহমুদউল্লাহর দল। সেই দুই জয় ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে। হারতে হয়েছে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে। শেষটা হলো বিপর্যস্ত। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, পরে ৬.২ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এতোকিছুর পর বলার আর কি-ই বা আছে! অধিনায়ক মাহমুদউল্লাহ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘এমন পারফরম্যান্সের পর কিছু বলা সত্যিই কঠিন। আমাদের অনেক কিছু নিয়ে কাজ করতে হবে।’ বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। কিন্তু অতি স্পিনবান্ধব পিচ তৈরি করাতে সমালোচনাও হয়েছিল।

ম্যাচের পর ম্যাচ জিতলেও বিশ্বকাপের আগ মুহূর্তে অতি স্পিনবান্ধব পিচে খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। বিশ্বকাপের প্রস্তুতি ঘাটতির বিষয়টি সামনে আনা হয়েছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট বিষয়টি গায়ে মাখেনি। তবে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়ার পর অধিনায়ক স্বীকার করলেন, অমন উইকেটে খেলা মোটেও আদর্শ নয়। মাহমুদউল্লাহ বলেন, ‘যে উইকেটে আমরা দেশে খেলি, সেগুলো ব্যাটিংয়ের জন্য মোটেও আদর্শ নয়। আমাদের ব্যাটিং নিয়েই বেশি কাজ করতে হবে।’

পুরো বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ছিল চোখের জন্য পীড়াদায়ক! মারতে পারেননি ব্যাটাররা, আবার টিকতেও পারেননি। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে দ্রুত রান তুলে নেওয়ার কথা থাকলেও বাংলাদেশ দিনের পর দিন সেখানে ব্যর্থ। স্লগ ওভারের নিয়ন্ত্রণও হাতে থাকে না।

বিষয়টি জানেন মাহমুদউল্লাহও। কিন্তু উপায়ের সূত্র বের করতে ব্যর্থ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে আপনাকে ভালো করতেই হবে। যেখানে আমাদের দলে, যাদের মারকুটে ব্যাটসম্যান বলে, এমন কেউ নেই। পাওয়ারপ্লেতে রান তুলেই সেটি পরের ওভারগুলোতে টেনে নিতে নিতে হয়। আমরা এসবের কিছুই করতে পারিনি।’

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল বাংলাদেশের। সেই শঙ্কা কেটে সুপার টুয়েলভের টিকিট মিলেছে বটে কিন্তু প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর