ব্যাটিংয়ে আরেকবার অসহায় আত্মসমর্পণ
৪ নভেম্বর ২০২১ ১৭:২৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৭:৫৫
সেমিফাইনালের স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিনত হবে কে জানত! স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। তারপর দিন যতো গেছে মাহমুদউল্লাহর দলের দুর্দশা ততো বেড়েছে। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাত্র ৭৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন ৭০, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে এই রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বড় তারকারা আসেননি। ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে পিচও অতি স্পিনবান্ধব বানিয়েছিল স্বাগতিকরা। কিন্তু স্পোর্টিং উইকেটে আসল অস্ট্রেলিয়ার মুখে পড়ে দাঁড়াতেই পারল না বাংলাদেশের ভণ্ডুর ব্যাটিং লাইনআপ। টানা হারের মধ্যে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে। অফ ফর্মে থাকা বাংলাদেশিদের নিয়ে স্রেফ ছেলেখেলা করল অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। মিচেল স্টার্কের ফুললেংথের বলে সরাসরি বোল্ড লিটন দাস। পরের ওভারে জস হ্যাজেলউডের বাড়তি বাউন্সের ডেলিভারিতে ব্যাট তুলতে দেরি করলেন সৌম্য। বল ব্যাট ছুয়ে সরাসরি আঘাত হানল স্ট্যাম্পে, সৌম্যও বোল্ড।
চারে নামা মুশফিকুর রহিম গ্লেন ম্যাক্সওয়েলের নির্বিষ এক ডেলিভারিতে ফিরলে দশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এমন শুরুর পর ঘুরে দাঁড়াতে হলে মিডল অর্ডারে দুর্দান্ত কিছু করতে হতো। কিন্তু উইকেট হারাতে সময় নেয়নি বাংলাদেশ! ওপেনার নাইম শেখ ১৬ বলে ১৭ রান করে ফিরেছেন দলীয় ৩২ রানের মাথায়। খানিক বাদে অ্যাডাম জাম্পাকে লং অনে খোঁচা মেরে ফিরেছেন আফিফ হোসেন। এই জাম্পার বিপক্ষে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশের লোয়ার অর্ডার।
ওপেনার নাইম শেখের পর তরুণ শামীম পাটোয়ারী এবং মাহমুদউল্লাহ রিয়াদই কেবল দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। শামীম ১৮ বলে এক চার এক ছয়ে ১৯ রান করে দলীয় ৬২ রানে ফিরলে তারপর ১৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ১৫ ওভারে ৭৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১৮ বলে করেন ১৬ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা চার ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/