Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে ‘সেদ্ধ’ গাপটিলের শতক মিস, তবু রান-ছক্কার নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২১ ০০:১৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ০০:৩০

নামিবিয়ার বিপক্ষে যেন খাপখোলা তলোয়ার নিয়ে মাঠে নেমেছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। যেভাবে ব্যাট চালাচ্ছিলেন, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিটা পাওনাই মনে হচ্ছিল। তবে ইনিংসের মাঝপথ থেকেই গাপটিলকে দেখাচ্ছিল ভীষণ ক্লান্ত। দরদর করে ঘামছিলেন। প্রতিটি বলের পরেই বসে পড়তে হচ্ছিল তাকে। শেষ পর্যন্ত ক্লান্তির কাছেই পরাজয় মানলেন। এবারের আসরের দ্বিতীয় আর ব্যক্তিগত তৃতীয় শতকটি শেষ পর্যন্ত তুলে নিতে পারেননি গাপটিল। ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, দুবাইয়ের গরমে রীতিমতো ‘সেদ্ধ’ হয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

শতক না হলেও সুপার টুয়েলভে নিউজিল্যান্ড দলের দ্বিতীয় এই জয়ের দিনে ব্যক্তিগত দুইটি মাইলস্টোন অর্জন করেছেন গাপটিল। দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে তিন হাজারি ক্লাবে প্রবেশ করেছেন। একইসঙ্গে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডকেও আরও একটু এগিয়ে নিয়ে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ ছক্কা পূরণ করেছেন এই ম্যাচে।

নামিবিয়ার সঙ্গে একটু দেখেশুনে শুরু করলেও হাত খুলে খেলা শুরু করতে খুব একটা সময় নেননি গাপটিল। পাওয়ার প্লে পর্যন্ত তার সংগ্রহ ছিল ১৯ বলে ২৮। এর মধ্যেই কিউইদের দুই উইকেটের পতন ঘটেছে। সপ্তম ওভারের প্রথম বলে পড়ে আরও এক উইকেট। এর পরের ওভার তিনেক সিংগেলস আর ডাবলসের ওপর ভর করেই ইনিংস এগিয়ে নিতে থাকেন। এরপর অবশ্য প্রতি ওভারেই চার-ছক্কায় ইনিংসটাকে লম্বা করতে শুরু করেন। গ্লেন ফিলিপসের সঙ্গে গড়েন শতাধিক রানের জুটি।

আরও পড়ুন- নিউজিল্যান্ডকে কাঁপিয়ে হারল স্কটল্যান্ড

এর মধ্যে ত্রয়োদশ ওভারে ৩৫ বলে পূর্ণ করেন অর্ধ শতক। তবু থামেননি। বরং আরও চওড়া হয়েছে গাপটিলের ব্যাট। তবে দুবাইয়ের গরম আর আর্দ্রতা ভোগাচ্ছিল। সিংগেলস, ডাবলস নিতে গিয়ে হাঁপিয়ে উঠছিলেন। চার-ছক্কার জন্য ব্যাট চালিয়েও বারবার বসে পড়ছিলেন। ব্যাটিংয়ের ধরনে শতকটা যেমন তাই নামের পাশে দেখা যাচ্ছিল, তেমনি এটিও মনে হচ্ছিল— ক্লান্তির কাছেই কি পরাজিত হবেন?

১৮তম ওভার যখন শেষ, গাপটিলের নামের পাশে ৫৫ বলে ৯৩। ব্যাটিংয়ের ধরনে আর দুইটি শটেরই অপেক্ষামাত্র। কিন্তু না, ১৯তম ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়েই ধরা পড়লেন ফিল্ডারের হাতে। ৯২ মিনিট ব্যাটিং করেও শতকের আক্ষেপ নিয়েই ফিরতে হলো ড্রেসিং রুমে।

বিজ্ঞাপন

৫৬ বলে ৯৩ রান করে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন গরমে ‘সেদ্ধ’ গাপটিল [ছবি- টুইটার]

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গাপটিল স্বীকার করে নিয়েছেন, আবহাওয়ার কারণেই ভুগছিলেন। রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছিলেন বলে মনে হচ্ছিল তার কাছে। গাপটিল বলেন, খুব গরম ছিল মাঠে। পরিস্থিতি ছিল চ্যালেঞ্জিং, যখন বিশেষ করে গ্লেন (ফিলিপস) বলে বলে দুই রান করে নেওয়ার চেষ্টা করছিল। ইনিংসের শেষ দিকে আসলে রানের গতি বাড়াতে আপনাকে জোরে ব্যাট চালাতেই হবে। একইসঙ্গে এক রানকে দুই রানে পরিণত করার জন্য ছুটতেও হবে।

‘এটি আপনার শারীরিক সক্ষমতাকে শুষে নেবে। আমাকে যেমন ক্র্যাম্পের কারণে ফিল্ডিংয়ের মাঝের দিকে মাঠ থেকে উঠে যেতে হয়েছে। আমি এর চেয়েও উষ্ণ আবহাওয়ায় খেলেছি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে যখন আপনাকে প্রতিটি বলেই দৌড়াতে হবে এবং একইসঙ্গে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করতে হবে, তখন আপনার শক্তিক্ষয়টাও বেশিই হবে,’— বলছিলেন নিউজিল্যান্ড দলের এই ওপেনার।

রান-ছক্কার রেকর্ড

এই ম্যাচের আগেও ১৪৭ ছক্কা নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন গাপটিল। নামিবিয়ার বিপক্ষে সাতটি ছয়ে নিজের সেই রেকর্ডকে নিয়ে গেছেন ১৫৪টিতে। এর ফলে প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দেড়শ ছক্কার ঘর স্পর্শ করেছেন।

এই তালিকায় গাপটিলের পরেই রয়েছেন ভারতের রোহিত শর্মা। আফগানিস্তানের সঙ্গে ম্যাচের পর যার ছক্কার সংখ্যা ১৩৭। এছাড়া ১২২টি ছক্কা রয়েছে ক্রিস গেইল আর ১১৯টি ছক্কা রয়েছে এউইন মরগানের।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলকও অতিক্রম করেছেন মার্টিন গাপটিল। ১০৫ টি-টোয়েন্টি ম্যাচের ১০১ ইনিংস থেকে তার সংগ্রহ এখন ৩০৬৯ রান। ৩২২৫ রান নিয়ে তার আগে কেবল রয়েছেন ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। আর গাপটিলের পরে রয়েছেন রোহিত শর্মা (২৯৫২ রান), পল স্টার্লিং (২৫৭০ রান) আর অ্যারন ফিঞ্চ (২৫৫৪ রান)।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন  https://www.rabbitholebd.com/

সারাবাংলা/টিআর

টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি সেঞ্চুরি মার্টিন গাপটিল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর