আফগানদের উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল ভারত
৩ নভেম্বর ২০২১ ২৩:৫২ | আপডেট: ৩ নভেম্বর ২০২১ ২৩:৫৩
জিততে হলে রেকর্ড গড়তে হতো আফগানিস্তানকে। প্রথমে ব্যাটিং করে ২১০ রানের পাহাড় গড়েছিল ভারত। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর এটি। ভারতীয় শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে এর ধারেকাছেও যেতে পারেনি আফগানরা। ১৪৪ রানে গুটিয়ে গিয়ে ৬৬ রানে ম্যাচ হেরেছে মোহাম্মদ নবির দল।
এদিকে, এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল ভারত। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে আট উইকেটে। তবে আজ আফগানদের বিপক্ষে কাঙ্খিত জয় তুলে নিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল বিরাট কোহলির দল।
বুধবার (৩ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভারতের ২১০ রানের জবাব দিতে নেমে শুরুতে ভারতীয় পেসের বিপক্ষে বড্ড ভুগেছে আফগানিস্তান। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ (০) ও হযরতুল্লাহ জাজাই (১৩) যখন পর পর দুই বলে ফিরলেন পাকিস্তানের দলীয় রান তখন ১৩।
চাপে পড়ে এরপর রহমতউল্লাহ গুলবাজ পাল্টা আক্রমণ করতে চেয়েছেন। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি (১০ বলে ১৯)। টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত কেউই ভারতের বোলিং আক্রমণের সামনে ইনিংস বড় করতে পারেননি। তবে শেষ দিকে দারুণ একটা জুটি গড়ে তুলেছিলেন অধিনায়ক মোহাম্মদ নবি ও করিম জানাত। দুজনের সপ্তম উইকেট জুটিতে ৩৮ বলে উঠেছে ৫৭ রান।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে আফগানিস্তান। করিম জানাত ২২ বল খেলে ৩টি চার ২টি ছক্কায় ৪২ রান করেছেন। মোহাম্মদ নবি ৩২ বলে করেন ৩৫ রান। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৩২ রানে তিন উইকেট নিয়েছেন। রবীচন্দ্রন অশ্বিন চার ওভারে ১৪ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।
এর আগে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। ব্যাটিংয়ের চেয়ে আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টই বেশি শক্ত। ফলে পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে চাপে থাকা ভারতকে অল্পতে রুখতেই আফগানদের এমন সিদ্ধান্ত। কিন্তু চাপের মধ্যে ভেঙে পড়া নয়, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোও সম্ভব সেটা আজ দেখালেন ভারতীয় ব্যাটাররা।
ইনিংসের শুরুতে স্পিনের ব্যবহার বেশি করতে চেয়েছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। দলের মূল শক্তি স্পিন বলে সেটা হওয়াও স্বাভাবিকই। কিন্তু রোহিত-রাহুল আফগান স্পিনকে পাত্তাই দেননি। শুরু থেকেই মেরে খেলতে চেয়েছেন দুজন, সফলও হয়েছেন।
১৪.৪ ওভারে রোহিত শর্মার শট সরাসরি ফিল্ডারের হাতে গেলে ভেঙেছে ওপেনিং জুটি। অপর ওপেনার লোকেশ রাহুলও ফিরেছেন তার কিছুক্ষণ পর। তবে ভারতের ইনিংসে ঝড় থামেনি। ঝড় তুলতে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের আগে ব্যাটিংয়ে নামিয়ে দেওয়া হয় রিষভ পন্ত ও হার্দিক পান্ডিয়াকে। দুজন তাতে দুর্দান্ত সফল।
২০ ওভারে দুই উইকেট হারিয়ে ভারত যখন ২১০ রানে থামল হার্দিক তখন মাত্র ১৩ বলে ৩৫ রানে অপরাজিত। তার ইনিংসে চার ৪টি, ছক্কা ২টি। রিষভ পন্ত অপরাজিত ছিলেন ১৩ বলে ২৭ রান করে। এর আগে রোহিত শর্মা মাত্র ৪৭ বল খেলে ৭৪ রান করেন। তার ইনিংসে চার ৮টি, ছক্কা ৩টি। লোকেশ রাহুল ৪৮ বলে ৬৯ রান করেছেন ৬টি চার ২টি ছয়ের সাহায্যে।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/