র্যাংকিংয়ে সাকিবকে ধরে ফেললেন নবি
৩ নভেম্বর ২০২১ ১৭:২৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২১ ১৭:৪০
খুব বেশি দিন হয়নি আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। তবে শীর্ষস্থানটা উপভোগ করতে পারলেন কই! আইসিসির এই সংস্করণে অলরাউন্ডারের শীর্ষস্থানে সাকিবকে ধরে ফেলেছে আফগানিস্তানের মোহাম্মদ নবি। এই মুহূর্তে সাকিব-নবি দুজনেই আইসিসি টি-টোয়েন্টি সংস্করণের সেরা অলরাউন্ডার।
আজ বুধবার (৩ নভেম্বর) গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় টি-টোয়েন্টি র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যাতে অলরাউন্ডার ক্যাটাগরিতে মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২৭১, সাকিবেরও তাই।
গত সপ্তাহে প্রকাশিত র্যাংকিংয়ে সাকিবের রেডিং পয়েন্ট ছিল ২৯৫, নবির ২৭৫। গত এক সপ্তাহ বাজে কেটেছে সাকিবের। ব্যবধান উঠে গেছে তাতেই। বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে একটা উইকেটও পাননি সাকিব। ব্যাট হাতে কোনো ম্যাচেই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ইনজুরির কারণে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেই পারেননি। সব মিলিয়ে ২৪ রেটিং পয়েন্ট হারিয়েছে সাকিব।
এদিকে, ব্যাটিং র্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরেছেন পাকিস্তানের বাবর আজম। বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। যার পুরস্কারটাও পেলেন হাতেনাতে। এ নিয়ে ষষ্ঠবারের মতো আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ব্যাটিং ক্যাটাগরিতে শীর্ষে উঠে বসলেন পাকিস্তানি তারকা। শীর্ষে ফেরা বাবরের রেটিং পয়েন্ট ৮৩৪। দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ডের ডেভিড মালানের রেটিং ৭৯৮।
বোলিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে বসেছেন শ্রীলংকার তরুণ অলরাউন্ডার ওয়ানিংডু হাসারাঙ্গা। অভিষেকের পর থেকেই দারুণ ক্রিকেট খেলতে থাকা লংকান তরুণের রেটিং পয়েন্ট ৭৭৬। দুই নম্বরে নেমে যাওয়া তাবরাজ শামসি।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/