Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রেসিংরুমে নামিবিয়াকে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছে বাবররা

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২১ ১৪:৫৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তাদের সামনে আগের তিন ম্যাচে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তান তেমন পাত্তায় পায়নি। অনুমেয় ছিল সহযোগী দেশ নামিবিয়াও যে তাদের কাছে পাত্তা পাবে না। কিন্তু শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করতে দেখা গেছে নামিবিয়াকে। আর তাদের এমন লড়াইয়ের পর অভিনন্দ জানাতে ড্রেসিংরুম পর্যন্ত ছুটে গিয়েছিল গোটা পাকিস্তান দল।

বিজ্ঞাপন

মাঠের বাইরের এমন আচরণে ক্রিকেটভক্তের মন জিতে নিলেন বাবর আজমরা। আবুধাবিতে গতকাল নামিবিয়াকে ৪৫ হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। দুর্দান্ত জয়ের পর প্রতিপক্ষ হলেও নামিবিয়াকে অভিনন্দন জানাতে তাদের ড্রেসিংরুমে চলে যায় গোটা পাকিস্তান দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে।

আবুধাবিতে গতকাল একটা সময় পাকিস্তানকে বেশ চাপেই রেখেছিল প্রথমবারের মতো বিশ্বকাপে এসে আলোড়ন তোলা নামিবিয়া। এই দলের বোলাররা প্রথম ১০ ওভারে ৫০ রানের বেশি তুলতে দেননি বাবর আজম ও মোহাম্মদ রিজোয়ানকে। অবশ্য শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তাঁরা। শেষ ১০ ওভারের ঝড়ে এভারেস্ট উচ্চতার রানই সংগ্রহ করে পাকিস্তান। অবশ্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খেই হারায়নি নামিবিয়াও। বেশ ইতিবাচক ব্যাটিংই করেছে দলটি। যদিও শেষে ৪৫ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের।

নামিবিয়ার এমন লড়াইয়ের পরও বড় হার—এ জন্যই কিনা ড্রেসিংরুমে মুষড়ে পড়েছিলেন দলটির ক্রিকেটাররা। কিন্তু সেই মলিন মুখে হাসি ফুটতে দেরি হলো না। আর ভিসাদের মুখে হাসি ফোটানোর সেই দায়িত্বটা নিলেন একটু আগে যাদের কাছে হেরেছেন সেই মোহাম্মদ হাফিজ–শাহিন শাহ আফ্রিদিরা।

গোটা দল নিয়ে তারা হাজির নামিবিয়ার ড্রেসিংরুমে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ওঠা নামিবিয়া দলকে উদ্দেশ্য করে পিসিবির এক কর্তা বলেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য তোমাদের অভিনন্দন। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলছো।’

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলা ডেভিড উইজে এবার নামিবিয়ার জার্সি গায়ে খেলছেন দুর্দান্ত। ছয় ম্যাচে ৬১.৬৬ গড়ে ১৮৫ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। উইজকে অভিনন্দন জানিয়ে তাকে আলিঙ্গন করেন পিসিবির ওই কর্মকর্তা।

এরপরে পাকিস্তানি খেলোয়াড়রাও নামিবিয়ার খেলোয়াড়দের সঙ্গে কোলাকুলি করেন এবং খোশগল্পে মেতে ওঠেন। নামিবিয়ার ড্রেসিংরুমে তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। যা সাড়া ফেলে দিয়েছে কোটি ক্রিকেটভক্তের মাঝে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন — https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বনাম নামিবিয়া পাকিস্তানের জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর