Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামিবিয়ার সামনে পাকিস্তানের রান পাহাড়


২ নভেম্বর ২০২১ ২২:২৩

শক্তির বিচারে নামিবিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। ভারত, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে পাকিস্তানের আত্মবিশ্বাসও অনেক ওপরে। আজ মাঠে নেমে সেটারই প্রতিফলন দেখাল বাবর আজমের দল। নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ১৮৯ রানের পাহাড় গড়েছে পাকিস্তান।

চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। সর্বোচ্চ রানের রেকর্ডটি আফগানিস্তানের। স্কটল্যান্ডের বিপক্ষে ১৯০ রান তুলেছিলেন আফগানরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ নভেম্বর) আবুধাবির জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আবুধাবির উইকেট বেশ বাউন্সি, স্পোর্টিংও। ফলে ব্যাটিং নিতে বেশি চিন্তা করতে হয়নি পাকিস্তান অধিনায়ককে। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দুর্দান্ত একটা জুটি গড়ে পাকিস্তানকে অসাধারণ একটা ভিত্তিও দিয়েছেন বাবর।

দুজনের ওপেনিং জুটি ছিল ১১৩ রানের। প্রথম দিকে তেড়েফুড়ে খেলতে পারেননি বাবর-রিজওয়ান। তবে সেট হওয়ার পুরনো বলে দারুণভাবে এগিয়েছেন দুজন। ৪৯ বল খেলে ৭টি চারের সাহায্যে বাবর ঠিক ৭০ রান করে ফিরলেও রিজওয়ান অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। শেষ ওভারে একাই ২৪ রান তোলা রিজওয়ান শেষ পর্যন্ত ৫০ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চার ৮টি, ছক্কা ৪টি। এছাড়া শেষ দিকে মাত্র ১৬টি বল খেলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর