দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বড় হার
২ নভেম্বর ২০২১ ১৯:১৯ | আপডেট: ২ নভেম্বর ২০২১ ১৯:২৬
প্রথমে ব্যাটিং করে মাত্র ৮৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের হারটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত সেটা হয়েছেও। তবে হারের মধ্যেও তাসকিন আহমেদের বোলিং হয়তো মনে থাকবে অনেকের। অল্প পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতে প্রোটিয়াদের ভড়কে দিয়েছিলেন তাসকিন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে আগেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষের দুটি ম্যাচ থেকে যতোটা সান্তনা খোঁজা যায় সেই চেষ্টায় মাহমুদউল্লাহর দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিলল বড় হতাশা। এই হারে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।
আজ পরিচিত সবুজ জার্সি পড়ে মাঠে নামেননি বাংলাদেশি ক্রিকেটাররা। প্রোটিয়াদের সঙ্গে জার্সির রং অনেকাই মিলে যায় বলে লাল জার্সি পড়ে মাঠে নেমেছেন ক্রিকেটাররা। তবে জার্সি পাল্টালেও ভাগ্য পাল্টিল কই! আগের ম্যাচগুলোর মতোই ধুঁকছে টাইগাররা।
মঙ্গলবার (২ নভেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুতেই বড় ধাক্কা দিতে হতো দক্ষিণ আফ্রিকাকে। তাসকিন সেই চেষ্টাটা করেছেন দারুণভাবে। প্রথম ওভারেই দারুণ এক বলে রেজা হেনড্রিক্সকে (৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।
খানিক বাদে কুইন্টন ডি কককে (১৬) শেখ মাহেদি সরাসরি বোল্ড করলে এবং এইডেন মার্করামকে তাসকিন দ্বিতীয় শিকার বানালে মনে হচ্ছিল ‘কিছু হলেও হতে পারে’। কিন্তু অধিনায়ক টেম্বা বাভুমা ও ভ্যান ডার ডুসেন দারুণ একটা জুটি গড়ে সেই সম্ভবনা শেষ করে দিয়েছেন।
২৭ বলে ২২ রান করে ডুসেন আউট হলেও বাভুমা অপরাজিত ছিলেন শেষ অবদি। ১৩.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ৮৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বাভুমা ২৮ বল খেলে ৩টি চার ১টি ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন। তাসকিন চার ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। বাকি দুই উইকেট নাসুম আর মেহেদির।
এর আগে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ধুকছে শুরু থেকেই। কাগিসো রাবাদা প্রথম ধাক্কাটা দিয়েছিলেন ইনিংসের চতুর্থ ওভারে। লেংথ বল টেনে মারতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ হয়েছেন নাইম (৯)। পরের বলে সৌম্য সরকার এলবিডব্লিউ।
ক্রিজে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ভোগা মুশফিকুর রহিমকেও খানিক বাদে তুলে নেন রাবাদা। বাংলাদেশ তখন ৩/২৪। ৩৪ রানের মাথায় মাহমুদউল্লাহ ও আফিফকে হারিয়েছে বাংলাদেশ। আনরিখ নর্কিয়ার বাউন্স করা বলে ঠিক মতো ব্যাট নিতে পারেননি মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়কের ব্যাট ছুয়ে বল জমা পড়ে মার্করামের হাতে। পরের বলে ক্রিজ ছেড়ে খেলতে এসে বোল্ড আফিফ।
অনেকক্ষণ ক্রিজে থাকা লিটন দাস (৩৬ বলে ২৪) ফিরেছেন দলীয় ৪৫ রানের মাথায়। তরুণ শামীম পাটোয়ারী ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পড়লে ৬৪ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। একপ্রান্ত ধরে এগুনো শেখ মাহেদি বেশ ভালোই খেলছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা হলো না। নর্কিয়ার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ২৫ বলে ২৭ রান করে। দুটি চারের সঙ্গে বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাটা মেরেছেন তিনিই। ১৮.২ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে নর্কিয়া ৩.২ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। কাগিসো রাবাদা ২০ রানে নিয়েছেন তিন উইকেট। ২১ রানে তিন উইকে নিয়েছেন তাবরিজ শামসি।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/