Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের কাছেও পাত্তা পেল না ভারত


৩১ অক্টোবর ২০২১ ২৩:১৬ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ১৯:১১

বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে জিততে ১১১ রান লাগত নিউজিল্যান্ডের। আধুনিক টি-টোয়েন্টিতে এ আর তেমন কী রান! ভারতীয় বোলিং আক্রমণকে কোনো প্রকার সুযোগ না দিয়ে ৩৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট মনে করা হচ্ছিল ভারতকে। দলীয় শক্তিতে বিশ্বের অন্যতম সেরা তো বটেই কন্ডিশনও পক্ষে বিরাট কোহলিদের। ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কদিন আগেই যেখানে আইপিএল খেলেছেন ভারতের স্কোয়াডের সব ক্রিকেটার। এই পিচে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয় সেটা প্রতিনিয়তই করে এসেছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু বিশ্বকাপ মঞ্চে কোহলির দল খেই হারিয়ে ফেলল কিনা কে জানে!

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে স্রেফ উড়ে গেছে ভারত। দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও হারতে হলো বড় ব্যবধানে। পরপর দুই হারে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়ল কোহলির দলের।

রোবাবার (৩১ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১০ রানের জবাব দিতে নেমে শুরুতে ঝড় তুলতে চেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন গাপটিল। ঝড় তুলতে পেরেছিলেন বটে, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। দলীয় ২৪ রানের মাথায় ২০ রান করে জাসপ্রিত বুমরাহর শিকার হয়েছেন।

তবে এরপর ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন ৭২ রানের একটা জুটি গড়ে ভারতের ঘুরে দাঁড়ানোর রাস্তা সেখানেই বন্ধ করেছেন। অল্পের জন্য হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মিচেল ফিরেছেন ৩৫ বলে ৪৯ রান করে। তার ইনিংসে চার ৪টি, ছক্কা ৩টি।

বিজ্ঞাপন

উইলিয়ামসন ৩১ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৪.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ১১১ রান তুলে ফেলে নিউজিল্যান্ড।

এর আগে ভারতীয় ইনিংসের শুরুতে গতির ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। রোহিত শর্মাকে তিনে পাঠিয়ে আজ ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন তরুণ ইশান কিশান।

তরুণ ওপেনারকে ৪ রানেই ফিরিয়ে দেন বোল্ট। ১৮ রান করে সাউদির বলে ফেরেন লোকেশ রাহুল। ভারতকে এরপর বড় ধাক্কাটা দিয়েছেন ইশ শোধি। মাত্র ৮ রানের ব্যবধানে ভারতের ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা (১৪) ও বিরাট কোহলিকে (৯) ফেরান কিউই স্পিনার। ৪৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।

একটা সময় মনে হচ্ছিল, ভারত স্কোর একশর ওপারে নিতে পারবেন তো! শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার কার্যকরী দুটি ইনিংসে একশ পেরিয়েছে ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১০ রানে থেমেছে বিরাট কোহলির দল। ১৯ বলে ২৬ রান করেছেন জাদেজা। পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৩।

নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ২০ রানে তিন উইকেট নিয়েছেন। শোধি ১৭ রানে নেন দুই উইকেট।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর