বিশ্বকাপ শেষ সাকিবের
৩১ অক্টোবর ২০২১ ১৯:২৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৯:৩৫
সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এর মধ্যেই এলো বড় এক দুঃসংবাদ। চোটে পড়েছেন সাকিব আল হাসান। যাতে করে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না দলের সেরা ক্রিকেটার।
রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিব বাঁ পায়ের নিচের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় এই চোট পান সাকিব। প্রাথমিক পরীক্ষায় এটা গ্রেড-১ এর চিড় বলে মনে হয়েছে। বিশ্বকাপের বাকি দুই ম্যাচ থেকেই তাই ছিটকে যাচ্ছেন সাকিব। এবং পরবর্তী পরীক্ষা না করা পর্যন্ত কবে নাগাদ সে ফিরতে পারবে তা বলা যাচ্ছে না।’
এদিকে বিসিবি’র বিবৃতিতে আরও জানা যায়, বিশ্বকাপের বাকি ম্যাচের জন্য অতিরিক্ত কোনো খেলোয়াড়কে দলে ডাকা হবে না।
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব। পরে মাঠে ফিরে চার ওভার ব্যাটিং করেছেন। চোটের কথা বিবেচনা করে তারপর ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন। কিন্তু ব্যাটিংয়ের সময়ও অস্বস্তিতে ভুগতে দেখা গেছে সাকিবকে।
শনিবার বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, সাকিব ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। আগামীকাল সাকিবের ব্যাপারে (পরবর্তী ম্যাচ খেলবে কিনা) সিদ্ধান্ত নেওয়া হবে।
কিন্তু আজই জানা গেল সে সিদ্ধান্ত। বিশ্বকাপে সুপার টুয়েলভে আর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএইচএস/এসএস