বাংলাদেশ খুবই ভালো একটা দল: ফিঞ্চ
৩১ অক্টোবর ২০২১ ১৬:০৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৬:১২
এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স একদম যাচ্ছে-তা। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনটিই ঠিকমতো হচ্ছে না মাহমুদউল্লাহর দলের। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে প্রথম পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। সেই শঙ্কা কাটলেও সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের। তবে টানা হারতে থাকা বাংলাদেশ দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারে বলছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি অস্ট্রেলিয়া। তার আগে অ্যারন ফিঞ্চ বললেন, বাংলাদেশ খুবই ভালো দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া তাদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জিতলেও শনিবার ইংল্যান্ডের বিপক্ষে স্রেভ উড়ে গেছে। যাতে সেমিফাইনালের রাস্তাটা অজিদের আর সহজ নয়। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি আছে দুটি। প্রতিপক্ষ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাকি দুই ম্যাচে স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ ফিঞ্চের। তাতেই উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ।
অজি অধিনায়ক বলেন, ‘সামনে দুটি ম্যাচ, যা জিততেই হবে। আজকে আমাদের নেট রান রেটের বাজে অবস্থা হয়েছে, তো আমাদের সেরা ফর্মে থাকতে হবে (সামনের ম্যাচগুলোয়)। বাংলাদেশ খুব, খুবই ভালো একটি দল। ওয়েস্ট ইন্ডিজও, তাদের দলে বিস্ফোরক ও অভিজ্ঞ ক্রিকেটার অনেক। এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সব ম্যাচই জয়ের, তবে আমরা সেটির জন্য মুখিয়ে আছি।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে দলে অবশ্য ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কের মতো তারকারা ছিলেন না।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/