ইংলিশ ঝড়ে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া
৩০ অক্টোবর ২০২১ ২৩:৩৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ২৩:৪১
বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াইটা হলো বড্ড একপেশে। বোলিং, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিল ইংলিশরা। ক্রিস জর্ডান, ক্রিস ওকসের দুর্দান্ত বোলিংয়ের পর জস বাটলারের মারকাটারি ব্যাটিংয়ে অজিদের ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
শনিবার (৩০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৫ রানের ছোট পুঁজি নিয়ে লড়াই করতে হলে শুরু থেকেই ইংলিশদের চাপে রাখতে হতো অস্ট্রেলিয়াকে। কিন্তু জেসন রয় ও জস বাটলারের ওপেনিং জুটিই সেই সম্ভবনা উড়িয়ে দিয়েছে। প্রথম উইকেটে দ্রুত ৬৬ রান তুলে অজিদের ঘুরে দাঁড়ানোর রাস্তা বন্ধ করে দেন দুজন।
বাটলার ২০ বলে একটি করে চার ছয়ে ২২ রান করেছেন। তিনে নেমে ডেভিড মালান (৮) সফল হতে পারেননি। তবে বাটলার একপ্রান্ত আগলে রেখে ঝড় অব্যাহত রেখেছিলেন। যাতে মাত্র ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান করেছেন বাটলার। তার ইনিংসে চার ৫টি, ছক্কা ৫টি। চারে নেমে জনি বেয়ারস্টো ১৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় দলীয় ৭ রানের মাথায়। আগের ম্যাচে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করা ওয়ার্নার ফেরেন ১ রানে।
টানা উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া পঞ্চম উইকেট হারায় ৫১ রানে। একপ্রান্ত থেকে কেবল অ্যারন ফিঞ্চ উইকেট ধরে রাখতে পেরেছেন। বাকিদের মধ্যে ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগাররা একটু দাঁড়াতে পারলেও স্কোর বড় করতে পারেননি।
নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ ৪৯ বলে ৪টি চারে ৪৪ রান করেন। অ্যাগার ২০ ও ওয়েড ১৮ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস জর্ডান ১৭ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও কাইল মিলস।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/