শারজায় প্রোটিয়াদের রোমাঞ্চকর জয়
৩০ অক্টোবর ২০২১ ২০:১৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ২১:২১
শ্রীলংকার দেওয়া ১৪২ রানের জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে লংকানদের দিকেই ম্যাচের পাল্লা বেশি হেলে পড়ে। কিন্তু ডেভিড মিলার ও কাগিসো রাবাদার শেষের ঝড়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলংকাকে আজ ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। সুপার টুয়েলভে এ নিয়ে তিন ম্যাচ খেলে দুটিতে জিতল দক্ষিণ আফ্রিকানরা।
শনিবার (৩০ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৪২ রানের জবাব দিতে নেমে ৪৯ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তারপর টেম্বা বাভুমা ও এইডেন মার্করাম ৪৭ রানের একটা জুটি গড়ে প্রটিয়াদের ধস ঠেকিয়েছেন।
এরপর ১২ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে মনে হচ্ছিল শ্রীলংকাই জয় পেতে যাচ্ছে। ডেভিড মিলার ও পেসার রাবাদা ঝড় তুলে বিপদ থেকে দলকে জয় এনে দিয়েছেন।
সপ্তম উইকেট জুটিতে মাত্র ১৫ বলে ৩৪ রান তোলেন দুজন। রাবাদা ৭ বলে ১৩ রান করেন। মিলার ১৩ বলে করেন ২৩ রান। এর আগে বাভুমা ৪৬ বলে ৪৬ রান করেছেন। শ্রীলংকার হয়ে হ্যাটট্রিক করেছেন ওয়েনডু হাসারাঙ্গা।
এর আগে পাথুম নিশাঙ্কার দারুণ এক জুটিতে ১৪২ রানের সংগ্রহ পেয়েছে শ্রীলংকা। ৫৮ বলে ৬টি চার ৩টি ছয়ে এই ৭২ রান করেছেন। চারিথ আসালাঙ্কা ১৪ বলে ২১ রান করেন। এই দুজন ছাড়া দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল অধিনায়ক দাসুন শানাকা (১১)।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/