Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়মিত ক্যাচ মিস মানতে পারছেন না মাহমুদউল্লাহ


২৯ অক্টোবর ২০২১ ২২:০৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ২২:১৬

বিশ্বকাপে ছন্নছাড়া বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্নের কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে সেই স্বপ্ন কার্যত শেষ। দলের টপ অর্ডার ব্যাটিংয়ে হতশ্রী দশা। সবচেয়ে অসহায় মনে হচ্ছে ফিল্ডিং ডিপার্টমেন্টকে।

আধুনিক ক্রিকেটে ফিল্ডিংকে বরাবরই গুরুত্বপূর্ণ ভাবা হয়। কিন্তু এই জায়গায় বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই নাজুক। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়াটা যেন নিয়ম বানিয়ে ফেলেছেন বাংলাদেশি ফিল্ডাররা। চলতি বিশ্বকাপেই ৮-৯টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা।

বিজ্ঞাপন

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুটি ক্যাচ ছেড়ে প্রতিপক্ষকে জয় উপহার দেন লিটন দাস। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুটি ক্যাচ মিস হয়েছে। সহজ স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন নুরুল হাসান সোহানের বদলে কিপারের দায়িত্ব পাওয়া লিটন দাস।

ইনিংসের সপ্তম ওভারে ব্যক্তিগত ৯ রানের মাথায় মাহেদি হাসানকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন রোস্টন চেজ। নিতে পারেননি তরুণ স্পিনিং অলরাউন্ডার। ২৭ রানের মাথায় আবারও চেজের ক্যাচ ছেড়েছেন মাহেদি। শেষ পর্যন্ত ৩৯ রান করেছেন ক্যারিবিয়ান তরুণ। ওয়েস্ট ইন্ডিজ শুরুর চাপ কাটিয়ে ১৪২ রানের সংগ্রহ গড়তে পেরেছে মূলত নিকোলাস পুরানের ২২ বলে ৪০ রানের ইনিংসটির কল্যাণে। এই পুরানকে ব্যক্তিগত ২ রানের মাথায় সহজ স্ট্যাম্পিং মিস করেন লিটন। ফিল্ডিংয়ে বারবার এমন বড় ভুল মানতে পারছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ।

শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানের হারের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা ফিল্ডারদের কাছে প্রত্যাশা থাকে। কেউ তো ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না, তবে সেরাদের কাছে প্রত্যাশা থাকে সুযোগগুলো নেবে। কিন্তু ম্যাচের পর ম্যাচ আমরা যেহেতু ভুলগুলো করছি, তাই এখন এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে এবং করা উচিত।’

বিজ্ঞাপন

অধিনায়ক বলেন, ‘বোলাররা ভালোই বল করেছে। আমার মনে হয় আবারও যে এক–দুটো সুযোগ এসেছিল, সেগুলো নিতে পারলে অন্তত ১০টা রান কম হতো। তখন আমাদের জন্য রান তাড়াটা হয়তো আরেকটু সহজ হতো। চেষ্টা করেছি, হয়নি। টি–টোয়েন্টি খেলাটা এমনই।’

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়া ওয়েস্ট ইন্ডিজ পুরানের শেষের ঝড়ে শেষ পর্যন্ত ১৪২ রানের সংগ্রহ গড়ে। ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৩৯ রানে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর