ওপেনার সাকিব!
২৯ অক্টোবর ২০২১ ১৮:২৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৮:৫২
বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ের দুর্দশা যেন কাটছেই না। ওপেনিং জুটির ব্যর্থতা চলছে বহুদিন যাবত। সাকিব আল হাসান দুর্দশা কাটানোর দায়িত্ব নিতে চাইলেন নিজেই। বিশ্বকাপের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং করতে নেমে পড়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপের আগে গত আগস্টে দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে সাকিব আল হাসানকে ওপেনিংয়ে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ইনজুরির কারণে ওই সিরিজে খেলেননি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস দলের বাইরে ছিলেন পারিবারিক কারণে। স্কোয়াডে ওপেনার ছিলেন কেবল সৌম্য সরকার ও নাইম শেখ। এই দুজনের কেউ ইনজুরিতে পড়লে ইনিংসের সূচনা করবেন কে? এমন প্রশ্নে সাকিবকে বিকল্প ওপেনার হিসেবে চিন্তা করার বিষয়টি জানিয়েছিলেন ডমিঙ্গো।
আজ বিশ্বকাপের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে আছেন তিন ওপেনার- নাইম শেখ, লিটন দাস ও সৌম্য সরকার। তবুও সাকিবকে পাঠানো হয়েছে ওপেনিংয়ে।
৯৪ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ওপেনিং করতে নামলেন সাকিব। এর আগে তিন থেকে সাত পর্যন্ত প্রতি পজিশনেই ব্যাটিং করেছিলেন তিনি।
প্রথম ওপেনিংয়ে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি সাকিব। জেসন হোল্ডারের স্লোয়ারে ক্যাচ আউট হয়েছেন ১২ বলে ৯ রান করে।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/