Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউট না হয়েও ফিরলেন পোলার্ড, বল না খেলেই আউট রাসেল


২৯ অক্টোবর ২০২১ ১৭:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৭:৫৬

বিশ্বকাপ সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে। এমন সমীকরণে প্রথমে বোলিং করতে নেমে দুর্দান্ত এগুচ্ছে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের চাপে রেখেছে মাহমুদউল্লাহর দল। এর মধ্যেই ইনিংসের ১৩তম ওভারে ঘটল অ-অনুমেয় ঘটনা।

শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩২ রানে তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড নেমেছিলেন চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিতে। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না।

বিজ্ঞাপন

সাকিব আল হাসান, মাহেদি হাসান, তাসকিন আহমেদদের বোলিংয়ের সামনে প্রত্যাশামতো রান তুলতে পারছিলেন না ক্যারিবিয়ান অধিনায়ক। ১৩তম ওভারে তাসকিনের করা প্রথম দুই বল থেকে রান তুলতে ব্যর্থ পোলার্ড তখন অপরাজিত ছিলেন ১৭ বলে ৮ রানে। সিদ্ধান্ত নিয়ে নিলেন ‘আর নয়’।

অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে (রিটার্ড আউট) ইচ্ছাকৃত মাঠ ছেড়েছেন পোলার্ড। তবে এই সিদ্ধান্তে ধাক্কা লেগেছে পরের বলেই।

কাইরন পোলার্ড ইচ্ছাকৃত মাঠ ছাড়াতে মাঠে নেমেছিলেন হার্ডহিটার আন্দ্রে রাসেল। কিন্তু বল খেলার আগেই আউট হয়েছেন রাসেল।

রোস্টন চেজ ছিল স্ট্রাইকে, মাঠে নেমে রাসেল ছিলেন ননস্ট্রাইকে। তাসকিনের করা পরের বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন চেজ। শটে পা লাগান তাসকিন। বল স্ট্যাম্প ভেঙে দেয়, ওই সময় ক্রিজের বাইরে ছিলেন রাসেল। অর্থাৎ আউট। ৬১ রানে তিন উইকেট থাকা ওয়েস্ট ইন্ডিজ মুহুর্তেই হয়ে পড়ে ৬১/৫।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

আন্দ্রে রাসেল কাইরন পোলার্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর