উইন্ডিজকে ১৪২ রানে আটকে দিল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২১ ১৭:৫৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৮:০৭
গোটা ইনিংসে তিনটি ক্যাচ আর সহজ এক স্ট্যাম্পিং মিসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়াল ২০ ওভারে ৭ উইকেটে ১৪২। টস জিতে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লে’র মধ্যেই উইন্ডিজের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় টাইগার বোলাররা।
শুরুতেই মাহেদি হাসান বল হাতে ইনিংসের গোড়াপত্তন করেন। শুরুর ওভারেই দুর্দান্ত বল করেন মাহেদি। ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে এসেই আঘাত হানেন মোস্তাফিজ। তার করা ওভারের শেষ বলটা উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এভিন লুইস। আউট হওয়ার আগে ৯ বলে ৬ রান করেন লুইস।
পঞ্চম ওভারে মাহেদির করা দ্বিতীয় বলে ক্রিস গেইল বোল্ড (৪) হয়ে ফেরেন। এতেই মাত্র ১৮ রানে দুই ওপেনারকে হারায় ক্যারিবীয়রা। এরপর ৭ম ওভারে এসে আবারও মাহেদির আঘাত। ৭ বলে ৯ রান করা সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শিমরন হেটমায়ার।
পরে কিপ্টে বোলিংয়ে লাগাম দেয় উইন্ডিজের রানের লাগাম টেনে ধরে টাইগার বোলাররা। পরে ইনিংসের ১৩তম ওভারের ৩য় বলে ১৬ বলে ৮৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। তাসকিনের করা ওই ওভারের ৪র্থ বলে রান আউট হয়ে ফেরেন আন্দ্রে রাসেল।
পোলার্ড রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পরে উইকেটে আসেন রাসেল। তবে স্ট্রাইক প্রান্তে যাওয়ার আগেই রান আউট হয়ে ফেরেন রাসেল।
এরপর দলের হাল ধরেন নিকোলাস পুরান এবং অভিষিক্ত রস্টোন চেজ। পরের ওভারে অর্থাৎ ১৪তম ওভারে সাকিব আল হাসানের বলে ডিপ মিড উইকেটে ২৭ রান করা নিকোলার পুরানের উইকেট ফেলে দেন মাহেদি হাসান। এর আগে ৭ম ওভারে নিজের বলেও রস্টোন চেজের ক্যাচ ফেলে দেন মাহেদি। সে সময় মাত্র ৮ রানে ব্যাট করছিলেন চেজ।
১৯তম ওভারে শরিফুল ইসলাম পুরান এবং চেজকে টানা দুই বলে আউট করলেও তার আগেই স্কোরবোর্ডকে ছুটিয়েছিলেন দুর্দান্ত গতিতে। শেষ পর্যন্ত ২২ বলে ৪০ রানে ফেরেন পুরান আর ৪৬ বলে ৩৯ রান করেন চেজ।
মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকান জেসন হোল্ডার এবং কাইরন পোলার্ড। হোল্ডার ৫ বলে ১৫ আর পোলার্ড ১৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। তাতেই উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪২ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মাহেদি হাসান, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। মাহেদি হাসান ৪ ওভারে ২৭ রানে দুই উইকেট নেন। তাসকিন আহমেদ উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৭ রান। দুই উইকেট নিলেও খরুচে ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে তিনি দেন ৪৩ রান। শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ২০ রান দেন। আর সাকিব আল হাসান তার কোটার ৪ ওভারে ২৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস