Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিফাইনালের আশা হারাচ্ছে না বাংলাদেশ


২৯ অক্টোবর ২০২১ ০০:২৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ০০:৩১

সেমিফাইনালে পৌঁছার স্বপ্নের কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান বলেছেন, স্বপ্ন দিন দিন পাল্টায় না। কিন্তু বাস্তবতা তো পাল্টায়! বাস্তবতা বলছে, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য বড্ডই কঠিন। তবে আশা হারাচ্ছে না টাইগাররা। কাল বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ক্যারিবিয়ানদের হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকতে চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সুপার টুয়েলভে আর তিনটি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। আগামীকাল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে টাইগারদের। সমীকরণ বলছে, এই তিন ম্যাচের সবগুলো জিতলেও সেমির টিকিট নিশ্চিত নয়, তবে সম্ভবনা থাকবে। আর যে কেনো এক ম্যাচ হারলে সেমির লড়াই থেকে বাদ।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাজেভাবে হারা বাংলাদেশ পরে ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এসেছিলেন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে।

তরুণ উইকেটরক্ষক বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল কালকের ম্যাচটা। দেশে থাকতে আমরা অনেকেই বলে এসেছি, সেমি-ফাইনালে খেলতে চাই। কালকের ম্যাচটা যদি জিততে পারি সেমি-ফাইনালের আশাটা থাকবে।’

সোহান বলেন, ‘এখন আমাদের সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই। যদি আমরা কালকের ম্যাচটা ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তাহলে, সামনে যে ম্যাচগুলো আছে, সেগুলো আরও সহজ হয়ে যাবে। আমার মনে হয় যে, এতে পুরো দলটাই চাঙা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুটি ম্যাচ হেরেছি, আমরা অবশ্যই একটু ব্যাকফুটে আছি। কালকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ দলের পুরনো ইতিহাস। সেসব স্মরণ করে সোহান মনে করছেন, একটা জয়ই পাল্টে দিতে পারে পরিস্থিতি, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল নেই। নিজেদের দিনে যারা ভালো করবে, তারাই জিতবে। এই ম্যাচ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগেও দেখেছি, বাংলাদেশ দলের খারাপ সময় এসেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবারও সেভাবে (ফিরে) আসতে পারি। আমরা কেবল একটা ম্যাচ জেতার জন্য অপেক্ষা করছি।’

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স বেশ ভালো। সেসবও আশাবাদি করছে সোহানকে, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) সবাই নিজের শতভাগ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলে আমি মনে করি। খেলা শেষেই ফল দেখা যাবে, কিন্তু আমরা শতভাগ দিয়ে চেষ্টা করতে চাই। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই তিনটা সিরিজে টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলেছি, সেগুলো আরও বেশি অনুপ্রেরণা দিবে।’

আগামীকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ নুরুল হাসান সোহান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর