অবশেষে হাসল ওয়ার্নারের ব্যাট, অস্ট্রেলিয়া দুইয়ে দুই
২৮ অক্টোবর ২০২১ ২৩:২২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ২৩:৫১
১৫৪ রানের মাঝারি সংগ্রহের জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটিতে উঠে ৭০ রান। পরে স্টিভেন স্মিথ খেললেন দায়িত্বশীল এক ইনিংস। দুই মিলিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় পেতে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে আজ ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছেন অজিরা।
টানা দ্বিতীয় জয়ের দিনে ডেভিড ওয়ার্নারের রানে ফেরার বিষয়টি নিশ্চয় বাড়তি স্বস্তি দিবে অস্ট্রেলিয়াকে। বিশ্বের অন্যতম সেরা ওপেনার ওয়ার্নারকে যেন ভূতে ধরেছিল! টানা অফ ফর্মের কারণে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব থেকে বাদ পড়েছিলেন, একাদশ থেকেও বাদ পড়েন। জাতীয় দল অস্ট্রেলিয়ার হয়েও রানে ছিলেন না দীর্ঘদিন।
এমন অবস্থায় ওপেনিংয়ে ওয়ার্নারের বিকল্প কাউকে ভাবা হবে কিনা সেই আলোচনাও উঠেছিল। তবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাফ জানিয়ে দেন, ওয়ার্নারের ওপর পুর্ন আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। দেরিতে হলেও আস্থার প্রতিদান ঠিকই দিলেন ওয়ার্নার। মাত্র ৪২ বলে আজ ৬৫ রান করেছেন তারকা ওপেনার। মাঝারি সংগ্রহ নিয়ে শ্রীলংকার মাথা তুলে দাঁড়ানোর রাস্তাটা বন্ধ হয়ে যায় তাতেই।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫৪ রানের জবাব দিতে নেমে ফিঞ্চ ২৩ বলে ৩৭ রান করে ফিরলে ৭০ রানের জুটি ভেঙেছে অস্ট্রেলিয়া। তিনে নেমে ব্যর্থ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (৬ বলে ৫)। তবে চারে নেমে স্টিভ স্মিথ হাল ধরেন।
ওয়ার্নার-স্মিথের তৃতীয় উইকেট জুটি ছিল ৫০ রানে। ওয়ার্নার ফেরার পর বাকি কাজটুকু মার্কাস স্টয়নিসকে নিয়ে সেরেছেন স্মিথ। ওয়ার্নার ৪২ বলে ৬৫ রান করতে চার মেরেছেন ১০টি, ছক্কা নেই। স্মিথ ২৬ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন। ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।
এর আগে শ্রীলংকার দেড়শোর্ধ্ব রানের সংগ্রহে ভূমিকা রেখেছে কুশল পেরেরা, চারিথ আশালাঙ্কা ও ভানুকা রাজাপাক্ষের তিনটি মাঝারি ইনিংস। কুশল ২৫ বলে এবং আশালাঙ্কা ২৭ বলে ৩৫ করে রান করেন। রাজাপাক্ষে ২৬ বলে করেন ৩৩ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে শ্রীলংকা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/