Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর মাধ্যম ভাবছে ওয়েস্ট ইন্ডিজ


২৮ অক্টোবর ২০২১ ২১:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ০০:২৪

বিশ্বকাপে একদিক দিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একই বিন্দুতে দাঁড়িয়ে। সুপার টুয়েলভে দু’টি করে ম্যাচ খেলে জয়হীন দুই দলই। রাত পোহালে মুখোমুখি হবে এই দুই দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই লড়াইকে মনে করছে ঘুনে দাঁড়ানোর ভালো সুযোগ।

সুপার টুয়েলভের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৫ রানে বিধ্বস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচে জয়টা খুব করেই দরকার ক্যারিবিয়ানদের। একই পরিস্থিতি বাংলাদেশেরও।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হারা বাংলাদেশ একদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে। প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষেও হেরেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর দলের এই ভঙ্গুর অবস্থা কাজে লাগিয়ে জয়ে ফিরতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হার্ডহিটার নিকোলাস পুরান বলেন, ‘অবশ্যই আমি মনে করি, এটা ঘুরে দাঁড়ানোর ভালো একটি সুযোগ। দল হিসেবে আমরা আগ্রাসী হতে চাই। আগামীকাল যখন আমরা মাঠে যাব, পিচ ও কন্ডিশন দেখব, তখন আমরা খেলার একটা পরিকল্পনা সাজাব। যত দ্রুত সম্ভব আমরা একটা খুব ভালো সংগ্রহ গড়তে চাইব।’

কাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা অনুষ্ঠিত হবে শারজাতে। শারজার বাউন্ডারি তুলনামূলকভাবে ছোট। শ্রীলংকার বিপক্ষে এই মাঠে আগে ব্যাট করে ১৭১ রান করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে হার্ড হিটারে ভরা। নিশ্চয় ঝড় তুলতে চাইবেন ক্যারিবিয়ানরা।

পুরান অবশ্য বললেন, মাঠ ছোটর বিষয়টি নয়, বরং নিজেদের স্কিলের ওপরই মনোযোগ দিচ্ছেন তারা, ‘আমরা জানি না, কাল শারজাহর উইকেট কেমন আচরণ করবে। কিন্তু আমাদের মনোযোগ কেবল ছোট বাউন্ডারির দিকেই নয়। আমরা কেবল নিজেদের স্কিল কাজে লাগাতে চাই। আর যখন তা করতে পারব, ফল এমনিতেই আসবে। তাই আমরা বলতে পারি না, ছোট বাউন্ডারি বলেই ছক্কা মারতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিপিএল) নিয়মিত খেলার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের বিষয়েও ভালো ধারণা ক্যারিবিয়ানদের। পুরান মনে করছেন, সেটিও উপকারে আসবে তাদের।

তিনি বলেন, ‘এসব অনেক কাজে লাগে। বাংলাদেশে আমি অনেক সময় কাটিয়েছি। শুধু আমিই নই, আমাদের দলের আরও অনেকেই। আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওদের ভালোভাবে জানি। ওদের কাছ থেকে শিখিও অনেক, বিশেষ করে বিভিন্ন কন্ডিশনে খেলা নিয়ে। ওরা তাই কী করতে পারে, কোনটিতে অভ্যস্ত, এসব জেনে এই ম্যাচে খেলতে নামাটা ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই অনেক সাহায্য করবে।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর