Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন ডি কক

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২১ ১৫:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ শোনা গেল দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক খেলবেন না। কেন? প্রথমে জানা গেল ব্যক্তিগত কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নিয়েছেন ডি কক। পরবর্তীতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায় ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদে সামিল হতে রাজি না হওয়ায় ডি কক নেই দলে। ঘটনার দুই দিন পর হাঁটু গেঁড়ে ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনে’ সংহতি প্রকাশে সম্মতি দিয়েছেন ডি কক। একই সঙ্গে নিজের আচরণের জন্য সতীর্থ-ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার হাঁটু গেঁড়ে সংহতি প্রকাশ করা যদি কাউকে সচেতন করে তুলতে সাহায্য করে এবং অন্যদের জীবন সহজ করে তোলে, তবে আমি এটা করে খুশি হব।’

পড়ুন: হাঁটু গেড়ে প্রতিবাদে সামিল না হওয়ায় দলে নেই কুইন্টন ডি কক

এর আগে বুধবার রাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন ডি কক। সেখানে দেশের হয়ে আবারও মাঠে নামার কথা জানান তিনি। দেশের হয়ে খেলাটাকে যে নিজের মাঝে লালন করেন, সেটাও জানান বোর্ড কর্তাদের। বোর্ডের চেয়ারম্যান লওসন নাইডু এ ব্যাপারে বলেন, ‘আমি বিশ্বাস করি, ডি কক বর্ণবৈষম্যমূলক ভেদাভেদ নিয়ে ব্যক্তিগতভাবেই কাজ করে।’

নিজের আচরণে নিজেই হতাশ হয়েছেন ডি কক। তিনি বলেন, ‘আমি জানি, কথা বলায় আমি ততটা পারদর্শী নই। কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছি এই ব্যাপারে কতটা হতাশ।’

হঠাত করে এমন সিদ্ধান্ত নেওয়ার পরও দলের অধিনায়ককে পাশে পেয়েছিলেন ডি কক। আর তাই তো অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে একদম ভুল করলেন না তিনি।টেম্বা বাভুমাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। সবাই দারুণভাবে সমর্থন দিয়েছে, বিশেষ করে আমার অধিনায়ক। মানুষ হয়তো বুঝতে পারবে না, কিন্তু সে দুর্দান্ত একজন নেতা। যদি সে, দল ও দক্ষিণ আফ্রিকা আমাকে চায়, দেশের হয়ে খেলার চেয়ে আমার কাছে খুশির আর কিছু হতে পারে না।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কুইন্টন ডি কক টি-টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ব্ল্যাক লাইভস ম্যাটার্স